শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ভাড়া নিয়ে তর্ক, হেলপারের ধাক্কায় বাস থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
  ০৯ মে ২০২৫, ১৪:৫৬
ভাড়া নিয়ে তর্ক, হেলপারের ধাক্কায় বাস থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
ছবি: যায়যায়দিন

গাজীপুরের হাফ ভাড়া নিয়ে বিতর্কে কলেজ শিক্ষার্থী সিয়ামকে (১৯) বাস থেকে ধাক্কা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাকওয়া (মিনি) পরিবহনের হেলপার (চালকের সহকারী) বিরুদ্ধে। ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেলেও স্থানীয় জনতা বাসটি আটক করে। বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ৯ টায় ঢাকা-ময়মনসিং মহাসড়কের গাজীপুর মহানগরীর পোড়াবাড়ী (মাস্টারবাড়ী) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম পোড়াবাড়ী (মাস্টারবাড়ী) এলাকার স্থানীয় রোভার স্কাউট স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। সে গাজীপুর সদর উপজেলার বাউপাড়া গ্রামের বাসিন্দা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিয়াম জয়দেবপুর চৌরাস্তা থেকে তাকওয়া (মিনি) পরিবহনে চড়ে পোড়াবাড়ী (মাস্টারবাড়ী) এলাকায় আসছিল। এসময় হাফ ভাড়া নিয়ে ওই বাসের হেলপারের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হেলপার শিক্ষার্থী সিয়ামকে ধাক্কা দিলে সে চলন্ত বাস থেকে মহাসড়কে পড়ে যায়। এসময় পেছনে থেকে দ্রæত গতির অজ্ঞাত পরিবহন তাকে চাপা দিলে মাথায় আঘতপ্রাপ্ত হয়ে মুখ দিয়ে রক্তক্ষরন হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। স্থানীয় লোকজন তাকওয়া পরিবহনের বাসটি আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। বাসের চালক ও হেলপারকে আটক করার চেষ্টা করছি। দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে