বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২
রমজানের বার্তা

গাজায় ঘৃণ্য অপরাধের অবসান চান বাদশাহ

যাযাদি ডেস্ক
  ১২ মার্চ ২০২৪, ০০:০০
গাজায় ঘৃণ্য অপরাধের অবসান চান বাদশাহ
সৌদি বাদশাহ সালমান

পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের মুসলমান সম্প্রদায়কে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় ফিলিস্তিনের গাজায় 'ঘৃণ্য অপরাধের' অবসান চেয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুলাজিজ আল-সৌদ।

রোববার রমজানের চাঁদ দেখা দেওয়ায় সোমবার থেকে রোজা শুরু হয়েছে সৌদিতে। চাঁদ দেখা যাওয়ার পর এক শুভেচ্ছা বার্তায় সৌদি বাদশাহ বলেন, 'সৌদি আরব ও বিশ্বের মুসলমান সম্প্রদায়ের জন্য রমজান মাস একটি আশীর্বাদ। আলস্নাহর সন্তুষ্টি লাভের জন্য এই মাসে মুসলমানরা রোজা রাখেন, নামাজ পড়েন। কিন্তু এবারের পবিত্র রমজানে মুসলমানদের সিয়াম সাধনার ওপর ছায়া ফেলেছে অবরুদ্ধ গাজা উপত্যকার যুদ্ধ।'

তিনি বলেন, 'চলতি বছরের রমজান মাস আসার প্রারম্ভে গাজা উপত্যকার ভয়াবহ পরিস্থিতিতে আমাদের হৃদয় ভারাক্রান্ত। আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের প্রাণহানি-ভোগান্তিতে আমাদের

মন কাঁদছে।'

বাদশাহ সালমান গাজায় নৃশংস এই অপরাধ বন্ধে এবং মানবিক ও ত্রাণ সহায়তা নিরাপদ ও নিশ্চিত করতে দায়িত্ব পালনে এগিয়ে আসতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তথ্যসূত্র : এএফপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে