বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

নবীগঞ্জের ইনাতগঞ্জ আ‘লীগের সাবেক সেক্রেটারি গ্রেফেতার

নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি
  ০৬ মে ২০২৫, ২১:৫১
নবীগঞ্জের ইনাতগঞ্জ আ‘লীগের সাবেক সেক্রেটারি গ্রেফেতার
ছবি: যায়যায়দিন

নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছালেহ আহমদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডুবা (নদীর উত্তরপার) গ্রামের মরহুম আব্দুর রকিব চোধুরীর ছেলে।

মঙ্গলবার (৬ মে) দুপুরে ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই অনিক পাল গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে ঘোলডুবা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। এর আগে এসআই অনিক পাল ইনাতগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি কামাল হোসেন’কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।

তিনি ইনাতগঞ্জ ইউনিয়নের ফিরোজপুর গ্রামের ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম আব্দুল মালিকের পুত্র। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন পিপিএম।

উল্লেখ্য, সোমবার ঘোলডুবা গ্রামের ফিংলী নদীর উত্তরপাড় মসজিদের নামকরণ নিয়ে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ মিয়া চৌধুরী গং এবং একই গ্রামের ইনাতগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ছালেহ আহমেদ চৌধুরীর মধ্যে সংঘর্ষ হয়।

এতে প্রায় ১০ জন আহত হয়। গুরুতর আহত ৫ জনকে সিলেট প্রেরন করা হয়েছে। এ সংক্রান্ত সংবাদ জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। মঙ্গলবার দুপুরে ইনাতগঞ্জ ফাড়ি পুলিশ উক্ত ছালেহ আহমদ চৌধুরীকে ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে