রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

জাহাজে অভিযান ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত হবে : হুতি

যাযাদি ডেস্ক
  ১৬ মার্চ ২০২৪, ০০:০০

ইয়েমেনের হুতি নেতা আবদুল মালিক আল-হুতি বলেছেন, তার দেশের সামরিক বাহিনী ইসরাইল সংশ্লিষ্ট জাহাজগুলোর বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা অব্যাহত রাখবে। এর পাশাপাশি ইয়েমেনি যোদ্ধারা ভারত মহাসাগর থেকে দক্ষিণ আফ্রিকার 'কেপ অফ গুড' পর্যন্ত ইসরাইল-বিরোধী অভিযান বিস্তৃত করবে। তথ্যসূত্র : পার্স টুডে

বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে আবদুল মালিক বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের প্রতি সংহতি জানিয়ে ইসরাইল-বিরোধী অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ৩৪ জন হুতি যোদ্ধা নিহত হয়েছেন। তিনি আরও জানান, এডেন উপসাগর ও লোহিত সাগরে ইয়েমেনের অভিযানে এ পর্যন্ত ৭৩টি জাহাজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এর মধ্যে চলতি সপ্তাহে বিভিন্ন জাহাজ ও বার্জকে লক্ষ্য করে ১২টি অভিযান পরিচালনা করা হয়েছে, যাতে ৫৮টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়।

হুতি প্রধান বলেন, 'আমাদের অভিযানের পরিধি ভারত মহাসাগর পর্যন্ত পৌঁছে গেছে এবং এরই মধ্যে তিনটি অভিযান পরিচালনা করা হয়েছে।' তিনি বলেন, ইসরাইলের আগ্রাসন যতক্ষণ বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত অভিযান চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে