বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৭ সেনা

যাযাদি ডেস্ক
  ১৭ মার্চ ২০২৪, ০০:০০
পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৭ সেনা

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনীর একটি চৌকিতে সন্ত্রাসী হামলায় দুই কর্মকর্তাসহ সাত সেনা নিহত হয়েছেন। শনিবার মির আলি এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।

আইএসপিআর জানিয়েছে, ছয় সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করা হয়েছে। শনিবার ভোরের দিকে ছয় সন্ত্রাসীর একটি দল উত্তর ওয়াজিরিস্তান জেলার মির আলির সাধারণ এলাকায় একটি নিরাপত্তা বাহিনীর পোস্টে হামলা চালায়।

বিবৃতিতে বলা হয়েছে, 'সেনারা অনুপ্রবেশের প্রাথমিক প্রচেষ্টাকে ব্যর্থ করার সঙ্গে সঙ্গে সন্ত্রাসীরা একটি বিস্ফোরকবোঝাই গাড়ি পোস্টে ঢুকিয়ে দেয়। এরপর একাধিক আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে, যার ফলে একটি ভবনের একটি অংশ ধসে পড়ে এবং পাঁচজন নিহত হয়।' তথ্যসূত্র : ডন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে