রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নৌকা ডুবে ৩৪ অভিবাসী নিখোঁজ, মৃত ২

যাযাদি ডেস্ক
  ১৭ মার্চ ২০২৪, ০০:০০

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছানোর চেষ্টাকালে তিউনিসিয়ার উপকূলে একটি নৌকা ডুবে অন্তত ৩৪ জন অভিবাসন প্রত্যাশী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় দুইজনের মৃতু্য হয়েছে।

শুক্রবার তিউনিসিয়ার ন্যাশনাল গার্ড জানিয়েছে, লিবিয়ার উপকূল থেকে রওনা হওয়া নৌকাটিতে ৭০ জন আরোহী ছিল বলে উদ্ধার পাওয়া লোকজন জানিয়েছে। শুক্রবার তিউনিসিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর জার্জিসের উপকূলে নৌকাটি ডুবে যায়। ঘটনাস্থল থেকে ৩৪ জনকে উদ্ধার

করা হয়েছে।

নৌকাটির আরোহীদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক ছিল বলে ন্যাশনাল গার্ড জানিয়েছে। চলতি সপ্তাহে তিউনিসিয়ার কোস্ট গার্ড আরও পাঁচ অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ উদ্ধার করেছিল।

গত সপ্তাহে আবহাওয়ার উন্নতি হওয়ার পর থেকে তিউনিসিয়াসহ আফ্রিকার অভিবাসন প্রত্যাশীদের নৌকাযোগে ইতালির দিকে যাওয়ার ঘটনা

বেড়ে গেছে।

তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, দুই দিনে ইতালির পথে রওনা হওয়া ৫৬টি নৌকা থামিয়ে তিন হাজারের বেশি শরণার্থীকে আটক করেছেন তারা। যাদের আটক করা হয়েছে, তাদের অধিকাংশই আফ্রিকার সাব-সাহারা অঞ্চল থেকে আসা লোকজন।

আন্তর্জাতিক অভিবাসন-বিষয়ক সংস্থা গত মাসে জানিয়েছে, গত বছর তিউনিসিয়ার উপকূলে এক হাজার ৩১৩ জন অভিবাসন প্রত্যাশীর মৃতু্য হয়েছে অথবা নিখোঁজ হয়েছেন। এটি একটি রেকর্ড। তথ্যসূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে