শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

হুমকির মুখে ইউক্রেনের অস্তিত্ব, আমেরিকার হুঁশিয়ারি

যাযাদি ডেস্ক
  ২১ মার্চ ২০২৪, ০০:০০

ইউক্রেনের অস্তিত্ব হুমকির মুখে রয়েছে বলে সতর্ক করে দিয়েছে আমেরিকা।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন মঙ্গলবার সতর্ক করে দিয়ে বলেছেন, ইউক্রেনের অস্তিত্ব হুমকির মুখে রয়েছে। একইসঙ্গে তিনি মিত্রদের বোঝাতে চেয়েছেন, আমেরিকা কিয়েভের প্রতি প্রতিশ্রম্নতিবদ্ধ।

তিনি এমন এক সময়ে এই মন্তব্য করলেন যখন ইউক্রেনীয় বাহিনীকে অস্ত্র সহায়তা দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অর্থের অভাব রয়েছে।

মূলত ইউক্রেনের জন্য আরও ৬০ বিলিয়ন ডলার সরবরাহ করবে এমন একটি বিলের ওপর ভোট ডাকতে অস্বীকার করছেন রিপাবলিকান হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার মাইক জনসন এবং এই পরিস্থিতিতে দুই বছরেরও বেশি সময় ধরে রাশিয়ান বাহিনীর সাথে লড়াই চালিয়ে যাওয়া কিয়েভকে সহায়তা পাঠানোর উপায় খুঁজছে হোয়াইট হাউস।

জানা গেছে, ইউক্রেনকে সমর্থনকারী প্রায় ৫০টি মিত্র দেশের অংশগ্রহণে জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে অনুষ্ঠিত ইউক্রেন প্রতিরক্ষা কন্টাক্ট গ্রম্নপ (ইউডিসিজি) নামে পরিচিত একটি মাসিক বৈঠকের নেতৃত্ব দিচ্ছেন অস্টিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে