রোববার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

'অতি বৃহৎ ওয়ারহেড'র পরীক্ষা উত্তর কোরিয়ার

যাযাদি ডেস্ক
  ২১ এপ্রিল ২০২৪, ০০:০০
'অতি বৃহৎ ওয়ারহেড'র পরীক্ষা উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়া একটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের জন্য পরিকল্পিত 'অতি বৃহৎ ওয়ারহেড' পরীক্ষা করেছে। একই সঙ্গে দেশটি নতুন ধরনের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। শনিবার উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা 'কেসিএনএ' এ তথ্য জানিয়েছে।

কেসিএনএ এক প্রতিবেদনে বলেছে, 'ডিপিআরকে (উত্তর কোরিয়ার সরকারি নাম) ক্ষেপণাস্ত্র প্রশাসন 'হাওয়াসার-১ আরএ-৩' কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের জন্য নকশা করা একটি অতি বৃহৎ ওয়ারহেডের শক্তি পরীক্ষা করেছে।'

উত্তর কোরিয়া শুক্রবার বিকালে 'পিওলজি-১-২' এর পরীক্ষামূলক উৎক্ষেপণও করেছে, যা 'নতুন ধরনের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র।' কেসিএনএ আরও বিশদ বিবরণ না দিয়ে পরীক্ষার মাধ্যমে 'একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জিত হয়েছে' বলে জানিয়েছে।

এর আগে এপ্রিলের শুরুতে উত্তর কোরিয়া জানিয়েছিল, তারা একটি নতুন মাঝারি থেকে দীর্ঘপালস্নার কঠিন-জ্বালানি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে।

তথ্যসূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে