বুধবার, ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
মুসলমানদের অনুপ্রবেশকারী বললেন

ধর্মীয় মেরুকরণের পথে হাঁটা শুরু মোদির!

লোকসভার প্রথম দফায় ভোটের হার আশানুরূপ না হওয়ায় বিভেদের রাজনীতি ছড়াচ্ছেন :কংগ্রেস
যাযাদি ডেস্ক
  ২৩ এপ্রিল ২০২৪, ০০:০০
ধর্মীয় মেরুকরণের পথে হাঁটা শুরু মোদির!

কংগ্রেস ক্ষমতায় এলে ভারতের সম্পদ শুধু অনুপ্রবেশকারী মুসলমানদের মধ্যে বণ্টন করবে বলে রোববার রাজস্থানের নির্বাচনী জনসভায় মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেছেন, কংগ্রেস ক্ষমতায় এলে মঙ্গলসূত্রও কেড়ে নেবে। এদিকে, মোদির এই মন্তব্য ঘিরে ভারতে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। তার এই মন্তব্যের পাল্টা দিয়ে সুর চড়িয়ে বিরোধীদের দাবি, দেশের বহু সমস্যা থেকে নজর ঘোরাতেই এভাবে বিভেদের রাজনীতি ছড়াতে চাইছেন প্রধানমন্ত্রী মোদি। ভারতের বিরোধী দলগুলোর অভিযোগ, লোকসভার প্রথম দফায় ভোটের হার আশানুরূপ না হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরাসরি ধর্মীয় মেরুকরণের পথে হাঁটা শুরু করেছেন। তথ্যসূত্র : ইনডিয়া টাইমস

রোববার রাজস্থান রাজ্যে নির্বাচনী জনসভায় গিয়ে মোদি বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে দেশের সম্পদ মুসলমানদের মধ্যে বিলি করে দেবে। পারিবারিক সোনা-রূপার সঙ্গে বিবাহিত নারীদের গলায় পরা পবিত্র মঙ্গলসূত্র পর্যন্ত তারা কেড়ে নিয়ে বাঁটোয়ারা করে দেবে।

২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্তব্যকে অস্ত্র করে আক্রমণ শানান মোদি। তিনি বলেন, 'সরকারে থাকাকালীন কংগ্রেস বলেছিল, দেশের সম্পদের ওপর মুসলমানদের অধিকার সবার আগে। অর্থাৎ দেশের সম্পদ বণ্টন করা হবে তাদের মধ্যে, যাদের পরিবারে বেশি সন্তান রয়েছে। অনুপ্রবেশকারীদের হাতে তুলে দেওয়া হবে দেশের সম্পদ। কংগ্রেসের ইশতেহারেই বলা হয়েছে, মা-বোনদের সোনার গহনা হিসাব করে সেই সম্পদ বিতরণ করা হবে। মনমোহন সিংয়ের সরকার তো বলেই দিয়েছে, দেশের সম্পদে অধিকার মুসলমানদেরই। আপনাদের মঙ্গলসূত্রটাও বাদ দেবে না।'

জনসভায় আসা মানুষের কাছে মোদি জানতে চান, তারা তাদের কষ্টার্জিত সম্পত্তি মুসলমানদের মধ্যে, যাদের অনেক বাচ্চাকাচ্চা হয় তাদের মধ্যে, অনুপ্রবেশকারীদের মধ্যে বাঁটোয়ারা হতে দেবেন কি না। এ প্রশ্নের মধ্য দিয়ে মোদি বুঝিয়ে দিলেন, ভারতে মুসলমানরা অনুপ্রবেশকারী। একমাত্র তারাই গাদাগাদা সন্তানের জন্ম দেন।

লোকসভা নির্বাচন চলাকালীন প্রধানমন্ত্রী মোদির এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তীব্র নিন্দা শুরু করেছে কংগ্রেস। 'এক্স' হ্যান্ডেলে রাহুল গান্ধী বলেন, 'প্রথম দফার ভোট শেষ হতেই হতাশ হয়ে পড়েছেন মোদি। সেই জন্যই মিথ্যা কথা বলে সাধারণ মানুষের নজর ঘোরাতে চাইছেন। কিন্তু দেশের মানুষ সব সমস্যার কথা মাথায় রেখেই ভোট দেবেন।' কংগ্রেস সভাপতি মলিস্নকার্জুন খাড়্‌গে বলেন, প্রথম দফার ভোট বিরুদ্ধে গেছে বলে প্রধানমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে। ওই ভাষণের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগও জানানো হয়েছে।

এদিকে, মোদিকে তোপ দেগেছেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসিও। তার কথায়, 'প্রধানমন্ত্রী সরাসরি মুসলমানদের অনুপ্রবেশকারী বলেছেন। আসলে ২০০২ সাল থেকে মুসলমানদের নির্যাতন করেই ভোট পেয়ে আসছেন মোদি। তার আমলে সব সম্পদ গেছে ধনকুবের বন্ধুদের হাতে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে