রোববার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

তিউনিসিয়ার উপকূল থেকে ২২ অভিবাসন প্রত্যাশীর লাশ উদ্ধার

যাযাদি ডেস্ক
  ২৫ এপ্রিল ২০২৪, ০০:০০
তিউনিসিয়ার উপকূল থেকে ২২ অভিবাসন প্রত্যাশীর লাশ উদ্ধার

তিউনিসিয়ার বন্দরনগরী স্ফ্যাক্স উপকূলে গত কয়েক দিনে ২২ অভিবাসন প্রত্যাশীর লাশ পাওয়া গেছে। তারা সাব-সাহারা (সাহারা মরুভূমির দক্ষিণের এলাকা) এলাকার অভিবাসন প্রত্যাশী বলে ধারণা করা হচ্ছে। দেশটির একটি আদালতের মুখপাত্র মঙ্গলবার এ তথ্য দিয়েছেন।

স্ফ্যাক্স আদালতের মুখপাত্র হিসেম বিন আয়েদ বার্তা সংস্থা এএফপিকে বলেন, গত শনিবার থেকে সিদি ইউসেফ বন্দরসংলগ্ন উপকূলে ২২ জনের লাশ পাওয়া গেছে।

হিসেম বিন আয়েদ আরও বলেন, এগুলো সাব-সাহারা আফ্রিকার অভিবাসন প্রত্যাশীদের লাশ বলে ধারণা করা হচ্ছে। লাশগুলো স্থানীয় একটি মর্গে পাঠানো হয়েছে।

এই অভিবাসন প্রত্যাশীরা একটি, নাকি একাধিক নৌকায় করে রওনা দিয়েছিলেন, তা স্পষ্ট নয় বলে উলেস্নখ করেন আদালতের মুখপাত্র। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেননি তিনি।

গতকাল তিউনিসিয়ার কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বিবৃতি প্রকাশ করে। এতে বলা হয়, দেশটির বিভিন্ন উপকূল থেকে অবৈধভাবে অভিবাসন প্রত্যাশীদের ইউরোপ পাঠানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে তারা পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে