রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

দায়িত্ব পালন বন্ধ করলেন স্পেনের প্রধানমন্ত্রী

যাযাদি ডেস্ক
  ২৬ এপ্রিল ২০২৪, ০০:০০
স্ত্রী বেগোনা গোমেজ ও পেদ্রো সানচেজ

স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরুর পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তার সরকারি দায়িত্ব পালন স্থগিত করার ঘোষণা দিয়েছেন। এ ঘটনা দেশটির রাজনীতিতে নাটকীয় মোড় নিয়েছে। ধারণা করা হচ্ছে, সানচেজ পদত্যাগের ঘোষণাও দিতে পারেন।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিচার বিভাগীয় তদন্ত শুরু হওয়ার পর তিনি তার সরকারি দায়িত্ব পালন বন্ধ করবেন, যাতে তদন্তপ্রক্রিয়া বাধাগ্রস্ত না হয়।

দেশটির সমাজতান্ত্রিক এই নেতা বুধবার বলেছেন, তার স্ত্রী বেগোনা গোমেজের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো মিথ্যা হলেও, তিনি আগামী সোমবার পর্যন্ত তার সরকারি সূচি বাতিল করছেন। ওই একইদিন তিনি তার রাজনৈতিক ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করতে মিডিয়ার সামনে উপস্থিত হবেন।

সোশ্যাল মিডিয়া পস্ন্যাটফর্ম 'এক্সে' সানচেজ তার অ্যাকাউন্টে শেয়ার করা একটি চিঠিতে লিখেছেন, 'আমাকে বিরতি দিতে হবে এবং ভাবতে হবে। এই প্রশ্নের উত্তর জানা আমার জরুরিভাবে দরকার... আমার কি সরকারের নেতৃত্ব দেওয়া চালিয়ে

যাওয়া উচিত, নাকি এই সম্মান

ত্যাগ করা উচিত।'

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী ৪৯ বছর বয়সি বেগোনা গোমেজ দেশটির সরকারি কোনো পদে অধিষ্ঠিত নন এবং তার রাজনৈতিক প্রোফাইলও বেশ ছোট। নিজের অবস্থানকে ব্যবহার করে ব্যবসায়িক বিভিন্ন চুক্তিকে প্রভাবিত করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

মাদ্রিদভিত্তিক একটি আদালত বেগোনা গোমেজের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো বিবেচনা করবে এবং তারা হয় তদন্ত চালিয়ে যাবে বা বাতিল করবে। তবে এ বিষয়ে তারা আর কোনো তথ্য প্রদান করেনি এবং বলেছে, তদন্তটি

গোপনে চলছে।

এদিকে, আদালতের সিদ্ধান্তের পর বিচার ব্যবস্থা কাজ করছে কিনা; পার্লামেন্টে এমন প্রশ্ন করা হলে সানচেজ উত্তর দেন, 'আজকের মতো দিনে এবং এই সংবাদ শোনার পর, সবকিছু সত্ত্বেও, আমি এখনো এই দেশের বিচার ব্যবস্থায় বিশ্বাস করি।'

অবশ্য স্পেনের বিচারমন্ত্রী ফেলিক্স বোলানোস নতুন অভিযোগগুলোকে 'মিথ্যা' বলে অভিহিত করেছেন। তথ্যসূত্র : আল-জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে