শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
ইউক্রেনে রুশ অভিযান

রাশিয়াকে ঠেকাতে নতুন মার্কিন প্যাকেজ

কিয়েভকে দ্রত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে আমেরিকা, তবে এয়ার ডিফেন্স ব্যাটারি দেওয়া হচ্ছে না
যাযাদি ডেস্ক
  ২৮ এপ্রিল ২০২৪, ০০:০০
ব্যাপক ধরপাকড় সত্ত্বেও কোনোভাবেই থামানো যাচ্ছে না আমেরিকায় ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভ। বরং দিন যত যাচ্ছে বিক্ষোভ ততই জোরালো হচ্ছে। বিক্ষোভকারীরা ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ জানাচ্ছেন। ছবিটি শনিবার লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে তোলা -আল-জাজিরা

রাশিয়াকে ঠেকাতে নতুন প্যাকেজ ঘোষণা করেছে আমেরিকা। এর অংশ হিসেবে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করার কথা জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এজন্য দেশটি প্রায় ছয় বিলিয়ন (৬০০ কোটি) ডলার ব্যয় করবে বলে জানিয়েছেন আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তবে এ প্যাকেজে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স ব্যাটারি থাকবে না। সামরিক সহায়তা প্যাকেজের আওতায় এটি দেওয়া হচ্ছে। প্রতিটি প্যাট্রিয়ট ব্যাটারির (পূর্ণাঙ্গ ক্ষেপণাস্ত্র সিস্টেম) দাম প্রায় এক বিলিয়ন ডলার আর প্রতিটি ক্ষেপণাস্ত্রের দাম প্রায় ৪০ লাখ ডলার। তথ্যসূত্র : বিবিসি

রাশিয়ার ক্রমবর্ধমান বিমান হামলা মোকাবিলায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র জরুরি প্রয়োজন, যা এখনই জীবন রক্ষা করতে পারে ও করা উচিত বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এক সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার যে ৬০ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজে স্বাক্ষর করেছেন, তারই অংশ হিসেবে এই ছয় বিলিয়ন ডলারের সহায়তা দেওয়া হচ্ছে ইউক্রেনকে। শিগগিরই আরও এক বিলিয়ন ডলারের সহায়তা দেওয়া হবে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, আমেরিকা তার সবচেয়ে বৃহৎ নিরাপত্তা সহায়তা প্যাকেজ দেওয়ার অঙ্গীকার করেছে এবং শিগগিরই এগুলো ইউক্রেনকে সরবরাহ করা হবে। এর মধ্যে আছে বিমান প্রতিরক্ষা যুদ্ধাস্ত্র, কাউন্টার ড্রোন সিস্টেম এবং গোলাবারুদ (তবে প্যাট্রিয়ট নয়)। অস্টিন বলেন, 'এটা এমন নয় যে, শুধু প্যাট্রিয়ট তাদের (ইউক্রেনের) দরকার। তাদের অন্য ধরনের সিস্টেম ও ইন্টারসেপ্টর (ড্রোন বা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা বা আকাশেই ধ্বংস করতে ব্যবহৃত হয়)। আমি প্যাট্রিয়ট তৈরির বিষয়ে আমাদের সবাইকে সতর্ক করব।' তিনি জানান, আরও ক্ষেপণাস্ত্র কিয়েভকে শিগগিরই দেওয়া হবে এবং এ নিয়ে ইউরোপীয় অন্য অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে।

ইউএস জয়েন্ট চিফস অফ স্টাফ চেয়ারম্যান জেনারেল চার্লস ব্রাউন বলেছেন, রণাঙ্গনে গোলার যথাযথ ব্যবহারের যে প্রয়োজনীয়তা ইউক্রেনের, সেটি মেটাতে পারবে এবারের এই সহায়তা। তবে এবারের যে সহায়তা প্যাকেজ, তার কিছু অংশ ব্যবহার হবে ইউক্রেনের নিজস্ব প্রতিরক্ষা শিল্প তৈরির জন্য যাতে তারা নিজেরাই প্রয়োজনমতো গোলাবারুদ উৎপাদন করতে পারে।

লয়েড অস্টিন বলেছেন, রাশিয়া এর মধ্যেই তাদের গোলাবারুদ ও অন্য অস্ত্রের উৎপাদনের পরিমাণ বাড়িয়েছে। একই সঙ্গে তারা ইরান ও উত্তর কোরিয়ার সরবরাহ সহায়তাও পাচ্ছে। ইউক্রেন, ইউরোপ ও আমেরিকার জন্য বিপর্যয়টা অনুধাবন করতে হবে। পুতিন যদি ইউক্রেনে টিকে যান, তাহলে ইউরোপ নিরাপত্তা হুমকিতে পড়বে, যা আগে কখনো দেখা যায়নি। রাশিয়া ইউক্রেনেই বসে থাকবে না।

কিন্তু আমেরিকার সহায়তা ইউক্রেনের বাহিনীগুলোর সুরক্ষায় ব্যবহৃত হবে কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, অঙ্গীকারটি ছিল বাস্তবসম্মত ও যৌক্তিক। যদিও এখনই করতে হবে, এমন কিছু নয়। অস্টিন বলেন, 'সেখানে যেতে ও বিতরণ করতে কিছু সময় লাগবে। ইউক্রেন টিকে থাকতে সক্ষম তাদের সক্ষমতা দিয়েই, তারা অনেক ভালো করতে পারে।'

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর এসব বক্তব্যের আগে ইউক্রেন সতর্ক করে বলেছে, রাশিয়া নতুন আক্রমণের অংশ হিসেবে তাদের রেলপথে হামলার পরিকল্পনা করছে। ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছে যে, সামরিক কার্গোর চলাচল ও অস্ত্র সরবরাহ অচল করতে মস্কো ইউক্রেনের রেলওয়ে অবকাঠামোর ক্ষতি করতে চায়।

ইউক্রেনের হাতে এখন পশ্চিমা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসহ অল্পকিছু প্যাট্রিয়ট আর এস-৩০০ এর মতো সোভিয়েত আমলের আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র আছে। আর হাতে আছে ব্যয়বহুল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। জার্মানি এর মধ্যে অতিরিক্ত প্যাট্রিয়ট সিস্টেম সরবরাহের অঙ্গীকার করেছে। দেশটির প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীরা ইউরোপের অন্য দেশগুলোকে দ্রম্নত সাড়া দেওয়ার জন্য চলতি মাসের শুরুতেই আহ্বান জানিয়েছিলেন। গ্রিসের প্যাট্রিয়ট ও এস-৩০০ থাকলেও তারা সেগুলো না ছাড়ার কথা বলেছে। দেশটির প্রধানমন্ত্রী কাইরিওস মিটসোতাকিস একটি টেলিভিশনকে বলেছেন, তার দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 'গ্রিসের আকাশসীমা সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি সিস্টেম'। তবে খবর পাওয়া যাচ্ছে, স্পেন পুরো সিস্টেম না হলেও কিছু প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে।

সাম্প্রতিক সময়ে কিয়েভকে পশ্চিমা সহযোগিতার জন্য সোচ্চার হতে দেখা গেছে। কারণ দেশটির অস্ত্র গোলা-বারুদ কমে আসছিল এবং রাশিয়াও কিছুটা অগ্রগতি অর্জন করেছে। ইউক্রেনের কর্মকর্তারা অনেক মানুষের মৃতু্য ও ভূখন্ড হারানোর জন্য আমেরিকাসহ পশ্চিমাদের সামরিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে হওয়া বিলম্বকেই দায়ী করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে