ভারতের মুম্বাই শহরে প্রচন্ড ধূলিঝড়ের সময় একটি বিলবোর্ড ভেঙে ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭০ জনের বেশি। সোমবার সন্ধ্যায় ঘাটকোপার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
বিলবোর্ডের নিচে আর কেউ চাপা পড়ে রয়েছেন কি না, তা দেখতে এখনো অভিযান চালাচ্ছেন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী (এনডিআরএফ) সদস্যরা। মুম্বাই ফায়ার ব্রিগেড ও অন্য সংস্থাগুলোও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।
এলাকার সিসিটিভি ফুটেজে দেখা যায়, সন্ধ্যার আগে হঠাৎ করেই প্রচন্ড ধূলিঝড় শুরু হয় মহারাষ্ট্রের এই শহরটিতে। সঙ্গে মুষলধারে বৃষ্টি।
ঝড়ের সময় ১০০ ফুট লম্বা বিলবোর্ডের লোহার কাঠামোটি ওই স্টেশনের ওপর আছড়ে পড়ে। এতে চাপা পড়েন পেট্রল পাম্পে দাঁড়িয়ে থাকা কিছু মানুষ, গাড়ি ও মোটর সাইকেল। বিলবোর্ডের ধাতব কাঠামো বহু গাড়ির ছাদ ফুঁড়ে ঢুকে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঝড়বৃষ্টির হাত থেকে বাঁচতে অনেকেই আশ্রয় নিয়েছিলেন ওই পেট্রল পাম্পে। কেউ কেউ এসেছিলেন তেল ভরাতেও। আর সেই সময়ই ঘটে যায় দুর্ঘটনা। তথ্যসূত্র : এনডিটিভি