শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২
গাজায় আগ্রাসন

নিজ সেনাদের ওপর ইসরাইলের ট্যাংক হামলা, নিহত ৫

ব্যর্থতার দায় চাপিয়ে নেতানিয়াহুকে আক্রমণ ইসরাইলি মন্ত্রীর
যাযাদি ডেস্ক
  ১৭ মে ২০২৪, ০০:০০
নিজ সেনাদের ওপর ইসরাইলের ট্যাংক হামলা, নিহত ৫
নিজ সেনাদের ওপর ইসরাইলের ট্যাংক হামলা, নিহত ৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জাবালিয়ায় ট্যাংক হামলায় প্রাণ হারিয়েছেন পাঁচ ইসরাইলি সেনা। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। বুধবার এ ঘটনা ঘটে। নিহত সেনাদের সবাই প্যারাট্রুপার্স ব্রিগেডের ২০২ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। তাদের ওপর ভুল করে ট্যাংক হামলা চালানো হয়। এখানে ইসরাইলি বাহিনী ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যোদ্ধাদের সঙ্গে তুমুল লড়াই করছে। তথ্যসূত্র : রয়টার্স, বিবিসি, এএফপি, আল-জাজিরা

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রাথমিক তদন্তে জানা গেছে, বুধবার প্যারাট্রুপারদের সঙ্গে জাবালিয়ায় হামলা চালাতে গিয়েছিল ট্যাংক বাহিনী। এদিন সন্ধ্যা ৭টার দিকে একটি ভবনকে লক্ষ্য করে ট্যাংক থেকে দুটি গোলা ছোড়া হয়। ট্যাংক সেনারা ভেবেছিল- ভবনের ভেতর ফিলিস্তিনি যোদ্ধারা আছে। কিন্তু আসলে ছিল ইসরাইলি সেনারাই।

ট্যাংক সেনারা সেখানে ট্যাংক নিয়ে ভোরের দিকে গিয়েছিল। আর প্যারাট্রুপাররা এর দুই ঘণ্টা পর সেখানে পৌঁছেছিল। সেখানে গিয়ে প্যারাট্রুপাররা ওই ভবনে অবস্থান নিয়েছিল। এরপর সন্ধ্যার দিকে ওই এলাকায় প্যারাট্রুপারদের আরেকটি দল যায়। ওই সময় তারা ট্যাংক সেনাদের জানিয়েছিল, তারা ভবনটিতে প্রবেশ করছে।

এর কিছুক্ষণ পর ট্যাংক সেনারা ভবনটির একটি জানালা থেকে বন্দুকের নল দেখতে পায়। তারা ভেবেছিল, এতে হামাসের যোদ্ধারা রয়েছে। ওই ভাবনা থেকে ভবনটিতে দুটি গোলা ছোড়া হয়। এতেই এত বড় হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনা আরও তদন্ত করা হবে বলে জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী- আইডিএফ।

এদিকে, গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে ১২ ইসরাইলি সেনাকে হত্যা করেছে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাস। বুধবার একটি জটিল অপারেশন পরিচালনার সময় তাদের হত্যা করা হয়েছে। একটি বিবৃতিতে এই তথ্য জানিয়েছে হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেডস। বিবৃতিতে বলা হয়েছে, 'উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে একটি জটিল অপারেশনের সময় আল-কাসাম যোদ্ধারা একটি 'ইয়াসিন ১০৫' ক্ষেপণাস্ত্র দিয়ে একটি ইসরাইলি ডি৯ সামরিক বুলডোজারকে লক্ষ্যবস্তু করেছে। এ সময় একটি বাড়িতে লুকিয়ে থাকা ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে আরও দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ে তারা।' বিবৃতিতে আরও বলা হয়, 'এই অভিযানে অন্তত ১২ ইসরাইলি সেনা নিহত হয়েছেন।'

ব্যর্থতার দায় চাপিয়ে নেতানিয়াহুকে

আক্রমণ ইসরাইলি মন্ত্রীর

টানা সাত মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখন্ডে আগ্রাসন চালাচ্ছে ইসরাইল। এর মধ্যেই উঠছে গাজার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন। এছাড়া যুদ্ধ শেষ হলে গাজার ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে পরিকল্পনা দেওয়ার জন্য আমেরিকাও ইসরাইলি নেতাদের ওপর চাপ দিচ্ছে। তবে তেমন কোনো পরিকল্পনা এখনো সামনে আনতে পারেনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। এমন অবস্থায় পরিকল্পনা প্রণয়নে ব্যর্থতার জন্য নেতানিয়াহুর দিকে আক্রমণ শানিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত।

গাজায় যুদ্ধোত্তর পরিকল্পনার প্রশ্নে নেতানিয়াহু সরকারের ব্যর্থতার জন্য খোলাখুলি হতাশা প্রকাশ করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী। এতে করে সামরিক অভিযানের দিকনির্দেশনা নিয়ে ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিপরিষদের ভেতরেই দ্বন্দ্ব ও বিভক্তির বিষয়টি প্রকাশ্যে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে