শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

'আবারও রাশিয়ার উপনিবেশ হবে না পোল্যান্ড'

যাযাদি ডেস্ক
  ১৭ মে ২০২৪, ০০:০০
'আবারও রাশিয়ার উপনিবেশ হবে না পোল্যান্ড'

পোল্যান্ড আবারও রাশিয়ার উপনিবেশে পরিণত হবে না বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী রাডোস্স্নাভ সিকোরস্কি। তার দাবি, তেমন কোনো কিছু হওয়া ঠেকাতে বর্তমান পোলিশ সরকার 'প্রয়োজনীয় সবকিছুই করবে'। তথ্যসূত্র : আনাদলু

দেশটির পশ্চিমাঞ্চলে পজনানে কংগ্রেসে রাডোস্স্নাভ সিকোরস্কি বলেন, 'আমাদের পোল্যান্ডে একটি কথা আছে- প্রতিটি দেশের একটি সেনাবাহিনী থাকে, হয় সেটি তার নিজস্ব বা অন্য কারও। তবে দীর্ঘমেয়াদে, এটি আপনার নিজের থাকা ভালো।'

টানা দুই বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। আর এই সংঘাতে ইউক্রেনের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে অন্যতম দেশ হচ্ছে পোল্যান্ড। দেশটি ১৯ শতকে রাশিয়ার কাছ থেকে বিভক্ত হয়। তবে ১৯৮৯ সালে শেষ হওয়া কমিউনিস্ট যুগে দেশটির ওপর সোভিয়েত ইউনিয়নের আধিপত্য ছিল।

রাশিয়া যে যুদ্ধ চালাচ্ছে, সে প্রসঙ্গে সিকোরস্কি বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দেশ পোল্যান্ডের মতো হতে চায়। তিনি বলেন, 'তারা (ইউক্রেন) একটি পশ্চিমা, গণতান্ত্রিক ও অর্থনৈতিকভাবে মুক্ত দেশ হতে চায় এবং আমাদের কেবল এ বিষয়ে সাহায্য করতে হবে।' তিনি আরও বলেন, 'যুদ্ধে ইউক্রেন জিতবে। আমরা এটিই খুব ধীরে ধীরে করছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে