ভারতের সংবিধান পাল্টে দেওয়ার লক্ষ্যেই 'চারশ পার'-এর স্স্নোগান তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি- লোকসভা ভোটের প্রচারে ধারাবাহিকভাবে এই অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বিরোধীরা। 'জবাবে' এবার ভারতীয় সংবিধান বদলের ইতিহাস তুলে ধরে গান্ধী-নেহ্রু পরিবারকে নিশানা করলেন মোদি। বৃহস্পতিবার তার মন্তব্য, 'নেহ্রু-গান্ধী পরিবার চার প্রজন্ম ধরে সংবিধানকে ধ্বংস করেছে।' তথ্যসূত্র : এবিপি নিউজ
রাহুল শুক্রবার উত্তরপ্রদেশের ঝাঁসিতে 'ইনডিয়া'-র সভায় বলেছিলেন, 'বিজেপি এবার লোকসভা ভোটে জিতে গেলেই ভারতের সংবিধানকে ধ্বংস করবে।' বাবা সাহেব আম্বেডকরের আদর্শকে মুছে দিয়ে সংবিধানে সাম্প্রদায়িকতা ছোঁয়া আনতেই মোদি ৪০০ আসনে জেতার কথা বলছেন বলেও অভিযোগ করেন তিনি।
তার ওই মন্তব্যের কয়েক ঘণ্টা পরই 'ইনডিয়া টুডে'কে দেওয়া সাক্ষাৎকারে মোদির মন্তব্য, 'দেশে প্রথমবার সংবিধান বদল করেছিলেন কে? জওহরলাল নেহ্রু। বাকস্বাধীনতার ওপর রাশ টানতেই প্রথমবার সংশোধন করা হয়েছিল সংবিধান।'
রাহুল গান্ধীর দাদি ইন্দিরা আদালতের রায়কে উল্টে দিয়ে জরুরি অবস্থা জারি করেছিলেন বলে অভিযোগ করেন মোদি।