মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

গাজায় ৬ লাখের বেশি শিশু স্কুলে যেতে পারছে না : জাতিসংঘ

যাযাদি ডেস্ক
  ৩০ জুন ২০২৪, ০০:০০
গাজায় ৬ লাখের বেশি শিশু স্কুলে যেতে পারছে না : জাতিসংঘ

গাজায় চলমান ইসরাইলি গণহত্যামূলক আগ্রাসনের কারণে ৬ লাখ ২৫ হাজারের বেশি শিশু গত আট মাস ধরে স্কুলে যেতে পারছে না। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডবিস্নউ এ তথ্য দিয়েছে। তথ্যসূত্র : আল-জাজিরা

শুক্রবার ইউএনআরডবিস্নউ এক বিবৃতিতে বলেছে, যুদ্ধ শুরুর আগে এই শিশুদের মধ্যে তিন লাখ ইউএনআরডবিস্নউএ পরিচালিত স্কুলগুলোতে পড়ালেখা করত। সংস্থাটি জানায়, 'ইউএনআরডবিস্নউএ সদস্যদের পরিচালিত খেলা ও শিক্ষামূলক কার্যক্রম শিশুদের স্কুলে ফিরে যাওয়ার প্রস্তুতি ও তাদের শিক্ষার অধিকার ফিরে পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।'

গত ৭ অক্টোবর ইসরাইলি ভূখন্ডে হামাসের অভিযানের প্রতিশোধ নিতে সেদিন থেকেই গাজায় নির্বিচার বিমান হামলা শুরু করে ইসরাইল। পরে স্থলবাহিনীও এতে যোগ দেয়। ইসরাইলি বর্বর হামলায় প্রায় ৩৮ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল বলেছেন, ৭ অক্টোবরের পর থেকে গাজায় যে পরিমাণ শিশুর মৃতু্য হয়েছে, বিশ্বের আর কোনো সংঘাতে তেমনটি তারা দেখেননি। আর যারা বেঁচে আছে, তারা ক্ষুধা ও অপুষ্টিতে কাতর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে