মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২
ইসরাইলি আগ্রাসন

উত্তর ও দক্ষিণ গাজায় তুমুল লড়াই

যাযাদি ডেস্ক
  ০১ জুলাই ২০২৪, ০০:০০
উত্তর ও দক্ষিণ গাজায় তুমুল লড়াই
জিম্মিদের উদ্ধারে হামাসের সঙ্গে দ্রম্নত চুক্তি করতে এবং গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসতে গড়িমসি করায় ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে জেরুজালেম ও তেল আবিবসহ দেশটির বিভিন্ন নগরীতে শনিবার সন্ধ্যার পর আবারও বিক্ষোভ হয়েছে। এ সময় তারা নেতানিয়াহু সরকারের কাছে গাজায় আটক থাকা বন্দিদের বাঁচানোর এবং যুদ্ধবিরতি চুক্তি করার দাবি জানান। যুদ্ধ বন্ধের আহ্বান সংবলিত পস্ন্যাকার্ড হাতে তেল আবিবে বিক্ষোভরত এক নারী -আল-জাজিরা অনলাইন

ইসরাইলি সেনাবাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় শেজাইয়া এলাকা এবং দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের পশ্চিম ও মধ্যাঞ্চলে ট্যাংক নিয়ে আরও ভেতরে অগ্রসর হয়েছে। রোববার স্থানীয়রা বলেছেন, ইসরাইলি অভিযানে অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং বেশ কয়েকটি বাড়ি ধ্বংস করা হয়েছে। এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরাইলি অভিযানে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তথ্যসূত্র : রয়টার্স, আল-জাজিরা, এএফপি

স্থানীয় বাসিন্দারা বলেছেন, চার দিন আগে শেজাইয়া এলাকায় প্রবেশ করেছিল ইসরাইলি ট্যাংক। রোববার একাধিক বাড়ি লক্ষ্য করে ট্যাংকগুলো থেকে ছোড়া গোলাবর্ষণে অনেক পরিবার ভেতরে আটকা পড়ে এবং বের হতে পারেনি।

এদিন মন্ত্রিসভার বৈঠকের শুরুতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও বলেছেন, হামাসের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়ার কোনো বিকল্প অবস্থান নেই। তিনি বলেছেন, 'আমাদের সেনারা রাফাহ ও শেজাইয়াতে অভিযান চালাচ্ছে, গাজার সর্বত্র অভিযান চালাচ্ছে। প্রতিদিন অনেক সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করা হচ্ছে। কঠিন লড়াই করতে হচ্ছে। অনেক সময় হাতাহাতি লড়াই পর্যন্ত হচ্ছে। কখনো কখনো লড়াই মাটির নিচেও হচ্ছে। তিনি আরও বলেছেন, হামাসকে নির্মূল, সব জিম্মিকে ফিরিয়ে আনা, ইসরাইলের জন্য হামাসকে হুমকি হতে না দেওয়া এবং দক্ষিণ ও উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিজেদের বাড়িতে ফিরিয়ে আনার লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে।'

ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তাদের সেনারা শনিবার থেকে শেজাইয়াতে অভিযান পরিচালনা করছে। তাদের অভিযানে বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দুকধারী নিহত হয়েছে। তাদের দাবি, জাতিসংঘ পরিচালিত একটি স্কুলের ভেতরে তারা সামরিক অবকাঠামোর সন্ধান পেয়েছে। সেখানে কয়েক ডজন অস্ত্র ও মূল্যবান গোয়েন্দা নথি উদ্ধার করা হয়েছে।

শনিবার ইসরাইলি সেনাবাহিনী গাজার উত্তরাঞ্চলে দুই সেনা নিহতের কথা ঘোষণা দিয়েছিল। ইসরাইলি সেনাবাহিনী আরও জানিয়েছে, তারা একটি হাসপাতালে সন্ত্রাসীদের যুদ্ধ পরিচালনার কক্ষ রয়েছে বলে শনাক্ত করেছে। তবে স্কুল ও হাসপাতালের মতো বেসামরিক স্থাপনাকে সামরিক কাজে ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস।

হামাসের সামরিক শাখা ও তাদের মিত্র ইসলামিক জিহাদ শেজাইয়া ও রাফাহতে তুমুল লড়াইয়ের কথা জানিয়েছে। তারা বলেছে, তাদের যোদ্ধারা ইসরাইলি সেনাবাহিনীকে লক্ষ্য করে ট্যাংক বিধ্বংসী রকেট ও মর্টার নিক্ষেপ করেছে।

গাজায় ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার আট মাস পরও ফিলিস্তিনি যোদ্ধারা ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। কয়েক মাস ইসরাইলি সেনাবাহিনী যেসব এলাকায় নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছিল, সেসব এলাকাতে সক্রিয় রয়েছে হামাস যোদ্ধারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি আগ্রাসনে অন্তত ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজায় যুদ্ধবিরতি চুক্তির কোনো খবর নেই, বলছে হামাস

গাজায় চলমান যুদ্ধ নিয়ে ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এছাড়া সংঘাতের অবসানে হামাস আলোচনা করতে প্রস্তুত বলেও জানিয়েছে গোষ্ঠীটি।

লেবাননে অবস্থান করা হামাসের সিনিয়র কর্মকর্তা ওসামা হামদান শনিবার বলেছেন, ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই গোষ্ঠী প্রায় ৯ মাসের সংঘাতের অবসান ঘটায় এমন যে কোনো যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করতে এখনো প্রস্তুত।

লেবাননের রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে হামদান বলেন, 'হামাস যে কোনো প্রস্তাবের বিষয়ে ইতিবাচকভাবে কাজ করতে প্রস্তুত যেটাতে স্থায়ী যুদ্ধবিরতি, গাজা উপত্যকা থেকে (ইসরাইলি সেনাদের) ব্যাপকভাবে প্রত্যাহার এবং গুরুত্বপূর্ণ বন্দি বিনিময় চুক্তি নিশ্চিত করে।'

আমেরিকা সমর্থিত আরব মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা এ পর্যন্ত যে কোনো ধরনের যুদ্ধবিরতি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। গাজায় সংঘাতরত উভয় পক্ষই এই অচলাবস্থার জন্য একে অপরকে দায়ী করেছে। হামাস বরাবরই বলেছে, যে কোনো চুক্তির জন্য অবশ্যই গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটাতে হবে এবং গাজা থেকে ইসরাইলি সামরিক বাহিনীকে সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে