মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

এশিয়ায় ন্যাটোর ছায়া জোট গঠন করছে আমেরিকা!

যাযাদি ডেস্ক
  ০১ জুলাই ২০২৪, ০০:০০
এশিয়ায় ন্যাটোর ছায়া জোট গঠন করছে আমেরিকা!

এশিয়ায় অশান্তি সৃষ্টি করতে আমেরিকা ন্যাটোর আদলে সামরিক জোট গঠনের পাঁয়তারা করছে বলে অভিযোগ করছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ মন্তব্য করেছে। এতে বলা হয়েছে, ন্যাটোর 'এশিয়া ভার্সন' গঠন করতে যাচ্ছে আমেরিকা।

সম্প্রতি মার্কিন বাহিনী জাপান সাগরে দক্ষিণ কোরিয়া ও জাপানকে নিয়ে একটি ত্রি-দেশীয় নৌমহড়া চালায়। আগে বেশ কয়েক দফা দক্ষিণ কোরিয়া ও জাপানকে নিয়ে পৃথকভাবে মহড়া চালালে এবার দুই মিত্র দেশকে সঙ্গে নিয়ে এ মহড়া চালাল।

এ ঘটনার পরই নড়েচড়ে বসেছে উত্তর কোরিয়া। এটা যে পিয়ংইয়ংকে ভয় দেখানোর জন্যই করছে আমেরিকা, এটা আর উত্তর কোরিয়ার বুঝতে বাকি নেই।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'তাস' জানায়, ন্যাটোর আদলে এশিয়ায় জাপান ও দক্ষিণ কোরিয়াকে নিয়ে একটি সামরিক জোট গঠন করার পরিকল্পনা করছে আমেরিকা। এর ফলে কোরিয়া অঞ্চলে একটা অশান্তির সৃষ্টি হবে।

আমেরিকার এই প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ইউক্রেনকে একটা যুদ্ধের চক্রে ফাঁসিয়ে এবার দৃষ্টি দিয়েছে কোরিয়া অঞ্চলের দিকে। এখানেও একটা ঝামেলা পাকাতে চাইছে আমেরিকা। তথ্যসূত্র : তাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে