ভারতের উত্তরাখন্ডে বৃষ্টির মৌসুম শুরু হওয়ার পরপরই নদ-নদীর পানি বাড়তে শুরু করে নাগালের মধ্যে যা কিছু পাচ্ছে সব ভাসিয়ে নিয়ে যাওয়া শুরু করেছে। শনিবার রাজ্যটির হরিদ্বারে ভারী বৃষ্টির পর এক মৌসুমি নদীতে তীব্র স্রোত সৃষ্টি হয়ে একটি শ্মশানের সামনে খোলা জায়গায় রাখা বহু গাড়ি ভেসে গেছে। তথ্যসূত্র : এনডিটিভি
ঘটনাস্থল থেকে সামাজিক মাধ্যমে আপলোড করা এক ভিডিওতে দেখা গেছে, হর কি পৌরিতে ফুলে ফেঁপে ওঠা মৌসুমি নদীতে বেশ কয়েকটি গাড়ি ও মাইক্রোবাস ডুবে গেছে। শ্মশানের সামনে পার্ক করে রাখা কয়েকটি মাইক্রোবাস ও আটটি গাড়ি তীব্র স্রোতের সঙ্গে ভেসে গেছে।
গণমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে এক পুলিশ কর্মকর্তাকে হ্যান্ড মাইক দিয়ে শ্মশানে আসা লোকজন ও স্থানীয়দের নদীর কাছে না যাওয়ার জন্য সতর্ক করতে দেখা গেছে।
ওই কর্মকর্তা বলেন, 'বৃষ্টির পর নদীটির পানির স্তর হঠাৎ করে বেড়ে গেছে। নদীর পাড়ে না যাওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।'
উলেস্নখ্য, গত কয়েক দিন ধরেই উত্তরাখন্ডে প্রবল বৃষ্টি হচ্ছে। আর সেই বৃষ্টির জেরে গঙ্গার পানির স্তরও বেড়ে গেছে অস্বাভাবিকভাবে।