মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পিয়ংইয়ংয়ের

যাযাদি ডেস্ক
  ০৩ জুলাই ২০২৪, ০০:০০
নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পিয়ংইয়ংয়ের
নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

নতুন কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে পিয়ংইয়ং। এই ক্ষেপণাস্ত্রটির ওয়ারহেড ৪.৫ টন বিস্ফোরক বহনে সক্ষম। সোমবার ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালিয়েছে দেশটি। মঙ্গলবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'কেসিএনএ'র এই খবর জানিয়েছে।

এর একদিন আগে, উত্তর কোরিয়ার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের খবর জানিয়েছিল দক্ষিণ কোরিয়া। দেশটি তখন বলেছিল, পরীক্ষার সময় দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি সম্ভবত উৎক্ষেপণের পরপরই ব্যর্থ হয়েছে এবং সেটি স্থলভাগে উড়ে গিয়ে বিস্ফোরিত হয়েছে। তবে কেসিএনএ দ্বিতীয় ক্ষেপণাস্ত্রের বিষয়ে কোনো তথ্য উলেস্নখ করেনি।

বার্তা সংস্থাটি জানিয়েছে, নতুন এই কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার নাম দেওয়া হয়েছে 'হোয়াসোংফো-১১ ডা-৪.৫'। উড়ানের স্থিতিশীলতা ও নির্ভুলতা যাচাইয়ের জন্য ওয়ারহেডসহ ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। তবে প্রতিবেদনে ওয়ারহেডের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

কেসিএনএ জানায়, 'ক্ষেপণাস্ত্রটির স্থিতিশীলতার যাচাইয়ের পাশাপাশি সর্বোচ্চ ৫০০ কিলোমিটার এবং সর্বনিম্ন ৯০ কিলোমিটার দূরত্বে আঘাত হানার নির্ভুলতা যাচাই করতে ৪.৫ টন ওজনের ওয়ারহেডের সমপরিমাণ জিনিসের লোড দিয়ে এটির পরীক্ষা চালানো হয়।

চলতি মাসে উত্তর কোরিয়া একই ধরনের ক্ষেপণাস্ত্রের আরেকটি পরীক্ষা চালাবে বলে জানিয়েছে কেসিএনএ। তথ্যসূত্র : রয়টার্স, এএফপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে