মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

পাকিস্তানে ৯ জঙ্গি নিহত

যাযাদি ডেস্ক
  ০৪ জুলাই ২০২৪, ০০:০০
পাকিস্তানে ৯ জঙ্গি নিহত

পাকিস্তানে দুটি পৃথক অভিযানে ৯ জঙ্গির প্রাণ গেছে। খাইবার ও লাক্কি মারওয়াত জেলায় সোমবার অভিযান চালানো হয় বলে জানায় দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম উইং।

পাক আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনী খাইবারের তিরাহ অঞ্চলে অভিযান চালিয়েছে। সেখানে সাতজনের প্রাণ গেছে। এর মধ্যে রয়েছেন জঙ্গি কমান্ডার নাজিব ওরফে আব্দুর রেহমান ও জঙ্গি নেতা ইশফাক ওরফে মুয়াবিয়া।

নিহত জঙ্গি সদস্যরা ওই অঞ্চলে নানা জঙ্গি কর্মকান্ডের সঙ্গে জড়িত ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনী তাদের খুঁজছিল। নিহতদের কাছ থেকে অস্ত্র, গোলা-বারুদ ও বিস্ফোরক পদার্থ উদ্ধার করা হয়েছে। খবর ডনের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে