সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডাবিস্নউএএম জানিয়েছে, আবুধাবির কেন্দ্রীয় আপিল আদালত ৫৩ জন ব্যক্তি ও ছয় কোম্পানিকে সন্ত্রাসবাদের দায়ে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেছে।
সৌদি আরবের গণমাধ্যম 'আরব নিউজ' জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে মুসলিম ব্রাদারহুড সংগঠনের নেতা এবং সদস্য রয়েছে। তাদের সাজা হিসেবে যাবজ্জীবন কারাদন্ড থেকে শুরু করে ২০ মিলিয়ন এইডি (৫,৪৪৫,১৪০ ডলার) জরিমানা পর্যন্ত হতে পারে।
আমিরাতে সন্ত্রাসী কর্মকান্ড সংঘটনের উদ্দেশ্যে 'জাস্টিস অ্যান্ড ডিগনিটি কমিটি' নামে একটি সন্ত্রাসী সংগঠন প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য ৪৩ জন আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছিল।
'রিফর্ম কল' সংস্থাকে সহযোগিতা করার জন্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টগুলোতে সমর্থন করার জন্য পাঁচজন অভিযুক্তকে ১৫ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে।
অন্য পাঁচ আসামিকে 'সন্ত্রাসী সংগঠন তৈরি, প্রতিষ্ঠা এবং অর্থায়নের অপরাধের জন্য প্রাপ্ত অর্থ পাচারের' জন্য ১০ বছরের কারাদন্ড এবং ১০ মিলিয়ন দিরহাম জরিমানা করা হয়েছে।
অর্থ পাচার ও সন্ত্রাসী সংগঠনকে অর্থায়নের দায়ে ছয়টি প্রতিষ্ঠানকে ২০ মিলিয়ন দিরহাম জরিমানা করা হয়েছে।
কোম্পানিগুলোকে তাদের সদর দপ্তর পুরোপুরিভাবে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে।
ডাবিস্নউএএম জানিয়েছে, বাকি ২৪ জন আসামির মামলা খারিজ করা হয়েছে এবং একজন আসামিকে খালাস দেওয়া হয়েছে। তথ্যসূত্র : রয়টার্স