মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

রোনালদোকে ছাড়াই আল নাসরের ইতিহাস গড়া জয়

যাযাদি ডেস্ক
  ১৩ মে ২০২৫, ১১:৩৪
রোনালদোকে ছাড়াই আল নাসরের ইতিহাস গড়া জয়
ছবি: সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদো ছাড়া কি আল নাসর আরও ভয়ংকর? প্রশ্নটা অমূলক নয়। সৌদি প্রো লিগে গতকাল রাতে আল আকদৌদের বিপক্ষে যেভাবে ঝড় তুলল রোনালদোহীন আল নাসর, তাতে যে কেউ এমন প্রশ্ন তুলতেই পারেন।

লিগে রোনালদোর দলটির শিরোপা জয়ের সম্ভাবনা আগেই ফুরিয়েছে। এখন তাদের লক্ষ্য শীর্ষ তিনে থেকে এএফসি চ্যাম্পিয়নস লিগে জায়গা নিশ্চিত করা। পয়েন্ট তালিকায় বর্তমানে দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের সংগ্রহ ৩১ ম্যাচে ৭৭ পয়েন্ট। তৃতীয়স্থানে থাকা আল নাসরের পয়েন্ট ৬৩। এক ম্যাচ কমে ৬২ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে আছে আল কাদসিয়া, আর পঞ্চমস্থানে থাকা আল আহলির পয়েন্ট ৬১। অর্থাৎ, বাকি তিন ম্যাচে একটু হোঁচট খেলেই শীর্ষ তিন থেকে ছিটকে যেতে পারে আল নাসর।

1

এই সমীকরণ মাথায় রেখেই ১৭ নম্বরে থাকা আল আকদৌদের বিপক্ষে মাঠে নামে স্টেফানো পিওলির শিষ্যরা। ক্লান্তির কারণে রোনালদোকে বিশ্রামে রেখেই দল সাজান কোচ। কিন্তু তার অনুপস্থিতিতে গোল উৎসবে মেতে ওঠে বাকি খেলোয়াড়রা।

মাত্র ১৬ মিনিটেই আয়মান ইয়াহার গোলে এগিয়ে যায় আল নাসর। এরপর গোল উৎসব শুরু। ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জন দুরান। ২৭ মিনিটে স্কোরলাইন ৩–০ করেন মার্সেলো ব্রোজোভিচ। বিরতির ঠিক আগে চতুর্থ গোলটি করেন সাদিও মানে।

দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর রূপে হাজির হন সেনেগাল তারকা মানে। ৫২ মিনিটে নিজের দ্বিতীয়, ৫৯ ও ৬৪ মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। তবে তাতেই থেমে থাকেননি সাবেক লিভারপুল ফরোয়ার্ড। ৭৪ মিনিটে করেন নিজের চতুর্থ ও দলের অষ্টম গোল।

যোগ করা সময়ে নবম গোলটি করেন মোহাম্মদ মারান। যা আল নাসরের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের জয়। এর আগে তাদের সর্বোচ্চ জয় ছিল ৮–০ গোলে, গত মৌসুমে আবহার বিপক্ষে।

রোনালদোর পরিসংখ্যান আল নাসরের সঙ্গে তার সম্পৃক্ততা অস্বীকার করে না। তবে দলের সামর্থ্য যে কেবল তার উপর নির্ভরশীল নয়—আল আকদৌদের বিপক্ষে এমন দুর্দান্ত পারফরম্যান্সে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল পিওলির দল।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে