সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা ও অস্ত্র মোতায়েন করছে আমেরিকা

যাযাদি ডেস্ক
  ০৩ নভেম্বর ২০২৪, ০০:০০
মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা ও অস্ত্র মোতায়েন করছে আমেরিকা

মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা ও অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে আমেরিকা। সামরিক অস্ত্রের মধ্যে রয়েছে যুদ্ধজাহাজ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, জ্বালানি বিমান ও বি-৫২ বোমারু বিমান। শুক্রবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এই ঘোষণা দিয়েছে। তথ্যসূত্র : এএফপি

পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার এক বিবৃতিতে বলেন, ইরান, তার অংশীদার বা প্রক্সিরা যদি এই সময়ে মার্কিন সেনা বা এই অঞ্চলে স্বার্থকে টার্গেট করার জন্য ব্যবহার করে, তাহলে আমেরিকা নিজেদের জনগণকে সুরক্ষিত করতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

ইসরায়েলকে সহায়তার জন্য মধ্যপ্রাচ্যে আমেরিকা তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ক্রমাগত শক্তিশালী করছে। যার মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা 'থাড'। যা গত মাসের শেষের দিকে ইসরায়েলে মোতায়েন করা হয়। বর্তমানে তেল আবিবে এটি মার্কিন সেনারা পরিচালনা করছে।

পেন্টাগন মুখপাত্র জানিয়েছেন, নতুন অতিরিক্ত সেনা ও সামরিক সরঞ্জাম আগামী মাসগুলোতে আসতে শুরু করবে।

গত ২৬ অক্টোবর ইসরায়েল ইরানে হামলা চালায়। চলতি বছরের এপ্রিল ও অক্টোবরে ইরান ইসরায়েলে দুটি বড় ধরনের হামলা চালিয়েছে।

পর্যবেক্ষকরা সতর্কতা করেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে