বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২
নিহত ৫ চিকিৎসাকর্মী

লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা

দক্ষিণে স্থল সেনাদের সঙ্গে হিজবুলস্নাহ যোদ্ধাদের সংঘর্ষ
যাযাদি ডেস্ক
  ২৪ নভেম্বর ২০২৪, ০০:০০
লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলির চিয়াহ জেলায় ইসরায়েলি বিমান হামলায় একটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় -রয়টার্স অনলাইন

লেবাননের দক্ষিণাঞ্চল এবং রাজধানী বৈরুতের উপকণ্ঠে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবারের এই হামলায় অন্তত পাঁচ চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। দক্ষিণে স্থল সেনাদের সঙ্গে হিজবুলস্নাহ যোদ্ধাদের সংঘর্ষও হয়েছে। ইরান সমর্থিত হিজবুলস্নাহ গোষ্ঠীর বিরুদ্ধে হামলা জোরদার করেছে ইসরায়েল। আর এ হামলা আমেরিকার উদ্যোগে দ্রম্নত যুদ্ধবিরতি হওয়ার আশা কমিয়ে দিয়েছে। তথ্যসূত্র : রয়টার্স, আল-জাজিরা

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ লেবাননের দুটি গ্রামে ইসরায়েলের হামলায় হিজবুলস্নাহ সংশ্লিষ্ট একটি উদ্ধার দলের পাঁচ চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। গত এক বছরে ইসরায়েলের হামলায় নিহত তিন হাজার ৫০০ জনের মধ্যে ২০০ জনের বেশি চিকিৎসাকর্মী বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

1

এর আগে উত্তর-পূর্বাঞ্চলীয় বালবেক প্রদেশে দার আল-আমাল ইউনিভার্সিটি হাসপাতালের কাছে একটি বাসভবনে ইসরায়েলি বিমান হামলায় হাসপাতালের পরিচালক ও তার ছয় সহকর্মী নিহত হন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য জানায়। তাছাড়া, দক্ষিণ লেবাননের একটি ইউনিফিল শান্তিরক্ষী ঘাঁটিতে দুটি রকেট বিস্ফোরণে চার ইতালীয় সেনা আহত হয়েছেন বলে ইউনিফলের এক মুখপাত্র জানিয়েছেন।

হিজবুলস্নাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপকণ্ঠেও হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার একটি আবাসিক ভবনে এই হামলা চালানো হয়। লেবাননের সরকারি সংবাদ সংস্থা শনিবার সকালে জানিয়েছে, ইসরায়েলি হামলায় আটতলা ভবন ধসে পড়ে বহু মানুষ হতাহত হয়েছে। লেবাননের আল-জাদিদ টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে অন্তত একটি ভবন বিধ্বস্ত ও এর আশপাশে বেশ কয়েকটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে।

উপশহরের হামলা চালানোর পর মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় আবাসিক ওই ভবনটি। ওই ভবনের এক বাসিন্দা আবির দারউইচ বলেন, ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে সরিয়ে নেওয়ার সতর্কতা পাওয়ার সঙ্গে সঙ্গেই অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে যান তারা। তিনি জানান, এসব আবাসিক ভবনের বেশিরভাগ ফ্ল্যাট কেনার জন্য ঋণ নিয়েছেন মালিকরা। সারাজীবনের সব সঞ্চয় মুহূর্তেই শেষ হয়ে গেছে।

হামলায় ইসরায়েল বাঙ্কার বাস্টার বোমা ব্যবহার করেছে। এতে গভীর গর্ত তৈরি হয়েছে। হামলার কয়েক ঘণ্টা পরেও বৈরুতে বিস্ফোরকের তীব্র গন্ধ পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় ভোর ৪টার দিকে বিস্ফোরণে রাজধানী বৈরুত কেঁপে ওঠে। নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, অন্তত চারটি বোমা ফেলা হয়েছে। বৈরুতের মধ্যাঞ্চলে চলতি সপ্তাহে এ নিয়ে চতুর্থবারের মতো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গত সপ্তাহের রোববার মধ্য বৈরুতের রাস আল-নাবা জেলায় ইসরায়েলি বিমান হামলায় হিজবুলস্নাহর এক গণমাধ্যম কর্মকর্তা নিহত হন। বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে বিমান হামলায় ইসরায়েল তার দীর্ঘদিনের শত্রম্ন তেহরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র হিজবুলস্নাহর বেশ কয়েকজন নেতাকে হত্যা করেছে।

ফিলিস্তিনের গাজা যুদ্ধের কারণে প্রায় এক বছর ধরে চলা আন্তঃসীমান্ত শত্রম্নতার পর গত সেপ্টেম্বরে লেবাননে হিজবুলস্নাহর বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করে ইসরায়েল। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা শুরুর পর ফিলিস্তিনি মিত্র হামাসের সঙ্গে সংহতি জানিয়ে হিজবুলস্নাহ আক্রমণ করলে এই সংঘাত শুরু হয়।

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তের অপর পারে লেবাননের দক্ষিণাঞ্চল। এই দক্ষিণাঞ্চলেই বিশ্বের বৃহত্তম সশস্ত্র ইসলামী রাজনৈতিক গোষ্ঠী হিজবুলস্নাহর প্রধান ঘাঁটি। গোষ্ঠীটির অধিকাংশ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার অবস্থান সেখানে। ইরানের প্রত্যক্ষ সমর্থনে ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হিজবুলস্নাহ জন্মলগ্ন থেকেই ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংসের জন্য প্রতিশ্রম্নতিবদ্ধ।

প্রতিষ্ঠার পর থেকে বিগত দশকগুলোতে সীমান্ত অঞ্চলে ইসরায়েলের সঙ্গে বিভিন্ন সংঘাতে জড়িয়েছে হিজবুলস্নাহ, তবে উভয়পক্ষের সংঘাত গুরুতর রূপ নিয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরু হওয়ার পর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে