রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়তে হাজার হাজার উত্তর কোরীয় সেনা 'শিগগিরই' রাশিয়ায় প্রবেশ করতে যাচ্ছে বলে মনে করছে আমেরিকা। তাদের সীমান্তবর্তী অঞ্চলে মোতায়েনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শনিবার পেন্টাগনের প্রধান লয়েড অস্টিন এ কথা বলেছেন। তথ্যসূত্র : এএফপি
এরই মধ্যে উত্তর কোরিয়ার প্রায় ১০ হাজার সেনা সীমান্তবর্তী কুরস্কে অবস্থান করছে বলে মনে করা হচ্ছে।
প্রশান্ত মহাসাগরীয় দেশ ফিজিতে একটি যাত্রাবিরতির সময় সাংবাদিকদের অস্টিন বলেন, সেখানে তাদের 'রুশ সেনাদের সঙ্গে একীভূত করা হচ্ছে।' এ সময় তিনি আরও বলেন, 'তাদের যেভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, রুশ ফর্মেশনে যেভাবে তাদের একীভূত করা হয়েছে, তার ওপর ভিত্তি করে আমি মনে করি, আমরা শিগগিরই তাদের যুদ্ধে নিযুক্ত হতে দেখতে পাব।'
তবে উত্তর কোরিয়ার সেনাদের 'সক্রিয়ভাবে যুদ্ধে নিয়োজিত' হওয়ার বিষয়ে 'উলেস্নখযোগ্য প্রতিবেদন দেখেননি' বলেও জানান তিনি।
দক্ষিণ কোরিয়া ও একটি গবেষণা প্রতিষ্ঠান বৃহস্পতিবার বলেছে, সেনা পাঠানোর বিনিময়ে পিয়ংইয়ংকে তেল, আকাশ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও অর্থনৈতিক সহায়তা দিয়েছে রাশিয়া। ওয়াশিংটন ও সিউল একই অভিযোগ করে আসছে।