বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

ভারতের পশ্চিমবঙ্গে ছয় বিধানসভা আসনেই জয় তৃণমূলের

যাযাদি ডেস্ক
  ২৪ নভেম্বর ২০২৪, ০০:০০
ভারতের পশ্চিমবঙ্গে ছয় বিধানসভা আসনেই জয় তৃণমূলের

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা উপনির্বাচনে ছয়টি আসনের সবগুলোতেই জয় পেয়েছেন তৃণমূল প্রার্থীরা। ভোটে বিজয়ের পর সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন মমতা। বলেছেন, এর ফলে আগামী দিনে তৃণমূল মানুষের জন্য কাজ করায় আরও বেশি উৎসাহ পাবে। তথ্যসূত্র : এবিপি নিউজ

ভোটারদের ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন তৃণমূলের 'সেনাপতি' তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। নাম উলেস্নখ না করে বিজেপিকে 'জমিদার' বলে কটাক্ষ করেছেন।

1

উপনির্বাচনের ফল নিয়ে সামাজিক মাধ্যমের পোস্টে মমতা লিখেছেন, 'আমার অন্তরের অন্তঃস্থল থেকে মা-মাটি-মানুষকে জানাই প্রণাম। আপনাদের এই আশীর্বাদ আমাদের আগামীর চলার পথে আরও সক্রিয়ভাবে কাজ করার উৎসাহ দেবে। সাধারণ মানুষই আমাদের ভরসা। আমরা সবাই সাধারণ মানুষ। এটাই আমাদের পরিচয়।' এরপরেই 'জমিদার প্রসঙ্গ' উঠে এসেছে মমতার বক্তব্যে। তৃণমূল এর আগে অনেকবার বিজেপিকে 'জমিদার' বলে কটাক্ষ করেছে।

ছয় আসনেই বিজয়ী হওয়ার পর মমতা বলেছেন, 'আমরা জমিদার নই। মানুষের পাহারাদার। মানুষের আশিস আজীবন আমাদের হৃদয় স্পর্শ করে থাকবে।'

'জমিদার' কটাক্ষ ঝরে পড়েছে অভিষেকের পোস্টেও। তিনি লিখেছেন, বিধানসভার উপনির্বাচনের ছয়টি আসনেই জয়লাভের জন্য তৃণমূল প্রার্থীদের শুভেচ্ছা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে