বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলা, স্থল সেনাও মোতায়েন

যাযাদি ডেস্ক
  ১০ ডিসেম্বর ২০২৪, ০০:০০
সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলা, স্থল সেনাও মোতায়েন
সিরিয়া থেকে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে হটিয়ে রোববার প্রথমবারের মতো মসজিদে ভাষণ দিয়েছেন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের নেতা আবু মোহাম্মেদ আল-জোলানি। রাজধানী দামেস্কের উপকণ্ঠে উমাইয়াদ মসজিদে দেওয়া ভাষণে তিনি বলেন, সৃষ্টিকর্তা কখনো নিরাশ করেন না। এই জয় গোটা সিরিয়াবাসীর জয় -রয়টার্স অনলাইন

সিরিয়ায় রোববার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর সরকারি বাহিনীর অস্ত্রের গুদাম লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তথ্যসূত্র : আল-জাজিরা, এএফপি

'সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' জানিয়েছে, ইসরায়েল সিরিয়ার পূর্বাঞ্চলে সিরীয় বাহিনীর অস্ত্রের গুদামে হামলা চালিয়েছে।

মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থাটির প্রধান রামি আবদেল রহমান বার্তা সংস্থা বলেন, ইসরায়েল পূর্ব দেইর আজ-জৌর প্রদেশে বিলুপ্ত শাসক ও ইরান সমর্থিত গোষ্ঠীর অস্ত্রের গুদাম এবং অবস্থানে বিমান হামলা চালিয়েছে। তিনি যোগ করেন, বিরোধীরা রাজধানী দখল করার পর থেকে এই ধরনের লক্ষ্যবস্তুতে ইসরায়েল কয়েক ডজন বিমান হামলা চালিয়েছে।

সিরিয়ায় স্থল সেনাও মোতায়েন করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে, তাদের বাহিনী চারটি ফ্রন্টে অবস্থান করছে : অধিকৃত পশ্চিম তীর, গাজা, লেবানন ও সিরিয়া।

'টেলিগ্রামে' এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, সিরিয়ার ভূখন্ডে স্থল সেনা মোতায়েন করা হয়েছে এবং তারা বিমান, নৌ এবং গোয়েন্দাসহ সেনাবাহিনীর অন্যান্য শাখার সঙ্গে কাজ করছে।

এদিকে, আমেরিকার সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, তারাও সিরিয়ায় আইএসকে 'সুযোগ' নিতে দেবে না। রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্ট করা একটি বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা মধ্য সিরিয়ায় আইএস ক্যাম্প এবং নেতাদের ওপর 'ডজনখানেক নির্ভুল বিমান হামলা' পরিচালনা করেছে।

এক্স পোস্টে সেন্টকম লিখেছে, অভিযানটিতে বি-৫২এস, এফ-১৫এস এবং এ-১০এস-সহ অন্যান্য মার্কিন যুদ্ধবিমান ব্যবহার করে ৭৫টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে