উত্তর কোরীয় সেনাদেরকে ভুয়া পরিচয়পত্র দিয়ে যুদ্ধে নামানো হচ্ছে বলে অভিযোগ করেছে ইউক্রেইন। রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়ছে উত্তর কোরিয়া থেকে আসা সেনারা।
সিএনএন জানায়, রাশিয়া এই সেনাদের রুশ নাম এবং জন্মস্থান উলেস্নখ করা আইডি দিয়েছে বলে অভিযোগ ইউেেক্রনের সামরিক বাহিনীর। ওদিকে কিয়েভ বলছে, এর মধ্য দিয়ে রাশিয়া যুদ্ধক্ষেত্রে বিদেশি যোদ্ধাদের উপস্থিতি গোপন করার চেষ্টা চালাচ্ছে।
ইউেেক্রনের স্পেশাল অপারেশন ফোর্সেস এক বিবৃতিতে বলেছে, তারা রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে তিন উত্তর কোরীয় সেনাকে হত্যা করে তাদের নথি জব্দ করেছে।
এর মধ্যে পাওয়া সামরিক পরিচয়পত্রগুলোতে কোনও সিল বা ছবি ছিল না। বরং এতে রুশ ধাঁচে নাম লেখা ছিল এবং জন্মস্থান হিসেবে সাইবেরিয়ার মঙ্গোলিয়া সীমান্তবর্তী তুভা অঞ্চলের নাম ছিল। কেবলমাত্র সই ছিল কোরীয় ভাষায়। আর তাতেই এই সেনাদের আসল পরিচয় আঁচ করা গেছে বলে ইউক্রেইনের বিবৃতিতে জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়া যুদ্ধে নিজেদের ক্ষয়ক্ষতি গোপন করা এবং বিদেশি সেনাদের উপস্থিতি লুকাতে যে কোনও উপায় অবলম্বন করছে- এই ঘটনা সেই প্রমাণই দিচ্ছে।
যুক্তরাষ্ট্র, ইউেেক্রন ও দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা তথ্যানুযায়ী, রাশিয়ায় প্রায় ১১ থেকে ১২ হাজার উত্তর কোরীয় সেনা রয়েছে। এর মধ্যে কিছু সেনা এরই মধ্যে কুরস্কে ইউক্রেইনের সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার সেনাদের সঙ্গে যোগ দিয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, উত্তর কোরিয়ার সেনারা কুরস্কে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ছে। একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা বলেন, অক্টোবর থেকে অঞ্চলটিতে কয়েকশ' উত্তর কোরীয় সেনা হতাহত হয়েছে। দক্ষিণ কোরিয়ার এক আইনপ্রণেতা বলেছেন, লড়াইয়ে উত্তর কোরিয়ার প্রায় ১০০ সেনা নিহত হয়েছে। এছাড়াও, কুরস্কে মোতায়েনের পর থেকে হাজারখানেক উত্তর কোরীয় সেনা আহত হয়েছে বলে তথ্য দিয়েছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা।