বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

তুরস্কে কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক
  ২৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
তুরস্কে কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১২

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৪ জন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া মঙ্গলবারএই তথ্য জানিয়েছেন। সিএনএন তুর্ক সম্প্রচারিত ছবিতে বিস্ফোরণের সময় কারখানার ভবন থেকে আগুনের গোলা এবং ধোঁয়া উঠতে দেখা গেছে। পরবর্তী ভিডিও ফুটেজে কারখানার বিধ্বস্ত ধাতব কাঠামো প্রদর্শিত হয়েছে।

বিস্ফোরণটি বলিকেসির প্রদেশের কাভাকলি গ্রামের একটি কারখানায় ঘটে। স্থানীয় গভর্নরকে উদ্ধৃত করে সিএনএন তুর্ক জানায়, বিস্ফোরণের পেছনে কোনও ধরণের নাশকতার সন্দেহ নেই। আগুন নিয়ন্ত্রণে আনতে বহু দমকল ইউনিট মোতায়েন করা হয়। পাশাপাশি স্বাস্থ্য ও নিরাপত্তা ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সরকারের যোগাযোগ বিভাগ। ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। সুত্র বিবিসি।

1
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে