ইয়েমেন থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইয়েমেন থেকে চালানো রকেট হামলা প্রতিহত করেছে। ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের সাথে সাথেই রকেট হামলা প্রতিহতের দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। খবর আল জাজিরার। রকেট হামলার সময় তেল আবিবে সাইরেন বেজে ওঠে। সে সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে শনিবার ইয়েমেনভিত্তিক হুথি বিদ্রোহীরা তেল আবিবের দক্ষিণাঞ্চলীয় জাফা এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়।