বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে বিলম্ব

আন্তর্জাতিক ডেস্ক
  ২৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০
গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে বিলম্ব

ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস ও ইসরায়েল একে অপরকে যুদ্ধবিরতি চুক্তি বিলম্বিত করার জন্য দোষারোপ করেছে। উভয় পক্ষই সাম্প্রতিক দিনগুলোতে আলোচনায় অগ্রগতির কথা জানালেও চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

হামাস এক বিবৃতিতে বলেছে, দখলদার সেনা প্রত্যাহার, যুদ্ধবিরতি, বন্দি বিনিময় ও বাস্তুচু্যতদের প্রত্যাবর্তন নিয়ে নতুন শর্ত আরোপ করেছে, যা বিদ্যমান চুক্তিতে পৌঁছানোর পথে বাধা সৃষ্টি করেছে। সংগঠনটি জানিয়েছে, তারা নমনীয়তার পরিচয় দিচ্ছে এবং কাতার ও মিসরের মধ্যস্থতায় আলোচনা এগোচ্ছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হামাস সন্ত্রাসী সংগঠনটি মিথ্যাচার করছে, আগেই পৌঁছানো সমঝোতাকে অস্বীকার করছে এবং আলোচনায় বাধা সৃষ্টি করছে। তবে তিনি যোগ করেছেন, ইসরায়েল তাদের নাগরিকদের মুক্ত করতে অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাবে। ইসরায়েলের মধ্যস্থতাকারীরা মঙ্গলবার কাতার থেকে দেশে ফিরে আলোচনা নিয়ে পরামর্শ করেছেন বলে প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে। যুক্তরাষ্ট্র, কাতার ও মিসর সম্প্রতি কয়েক ধাপের একটি যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করতে তাদের প্রচেষ্টা বাড়িয়েছে। তবে ইসরায়েলি বাহিনীর অবস্থান নিয়ে সমঝোতা এখনও আলোচনার অন্যতম চ্যালেঞ্জ। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, দক্ষিণ গাজায় সেনা কমান্ডারদের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট করেছেন যে, ইসরায়েল গাজায় নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখবে, বাফার জোন ও নিরাপত্তা ফাঁড়ির মাধ্যমে। হামাস যুদ্ধের অবসান চাইলেও ইসরায়েল বলছে, তারা প্রথমে গাজায় হামাসের নিয়ন্ত্রণ শেষ করতে চায়, যাতে ইসরায়েলি জনগণের জন্য আর কোনও হুমকি না থাকে।

1
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে