ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি হাসপাতালের কাছাকাছি ইসরাইলের বিমান হামলায় ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন মেডিকেল স্টাফও রয়েছে। বৃহস্পতিবার উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের বিপরীতে একটি ভবনে এই হামলা চালায় ইসরাইল।
হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া বলেন, যে ভবনটিতে ইসরাইল হামলা চালিয়েছে, সেটিতে হামলার শিকার মেডিকেল স্টাফরা তাদের পরিবার নিয়ে বাস করতেন। নিহতদের মধ্যে একজন শিশু বিশেষজ্ঞ, একজন ল্যাব টেকনিশিয়ান, দুজন অ্যাম্বুলেন্স কর্মী ও রক্ষণাবেক্ষণ কর্মীদের একজন সদস্য রয়েছেন।
গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকেই গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরাই।ৈ এই হামলায় গাজার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ ও গির্জাসহ হাজার হাজার ভবন ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। তাছাড়া, ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন, যা উপত্যকাটির মোট জনসংখ্যার ৮৫ শতাংশ। এমন অবস্থায় গত মাসে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে এরই মধ্যে অভিযুক্ত হয়েছে দখলদার দেশ ইসরাইল। তবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করার আগ পর্যন্ত অভিযান চলবে গাজায়।
এদিকে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, মধ্য গাজা উপত্যকায় লড়াইরত অবস্থায় তাদের আরও এক রিজার্ভ সেনা নিহত হয়েছেন। ৩৫ বছর বয়সী অমিত লেভি নামের ওই সেনা সদস্য পদাতিক ব্যাটালিয়নের একজন ক্যাপ্টেন ছিলেন। খবর আল জাজিরার। এক বছরের বেশি সময় ধরে গাজায় সামরিক অভিযান চালাচ্ছে ইসরাইল। এই সময়ের মধ্যে গাজায় ৩৯২ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে।
এর আগে গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে আল-আওদা হাসপাতালের কাছে ইসরাইলি বিমান হামলায় পাঁচ সাংবাদিক নিহত হন। এক প্রতিবেদনে বলা হয়েছে, আল-কুদস টুডে চ্যানেলের সাংবাদিকরা একটি সম্প্রচার ভ্যানের ভেতরে বসে হাসপাতালের নিকটবর্তী ঘটনাবলি কভার করছিলেন। এ সময় ওই ভ্যানটি ইসরায়েলি হামলার শিকার হয়।
গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অবরুদ্ধ এই উপত্যকায় ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। সেখানে হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। গাজার এমন কোনো স্থান বাকি নেই যেখানে ইসরায়েলি সেনারা হামলা চালায়নি। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। সে সময় থেকে এখন পর্যন্ত গাজায় অভিযানের নামে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদার বাহিনী।
ফিলিস্তিনের গাজার শরণার্থী শিবিরে মাত্র তিন সপ্তাহ বয়সী এক শিশুকন্যা তীব্র শীতে মারা গেছে। একই সময়ে ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১০ জন। এমন পরিস্থিতে এই মৃতু্য হলো যখন ইসরাইল ও হামাস যুদ্ধবিরতি চুক্তি জটিল করে তোলার জন্য একে অপরকে দোষারোপ করছে।
শিশু কন্যার মৃতু্য গাজা উপত্যকার শরণার্থী শিবিরগুলোতে বসবাসের অমানবিক পরিস্থিতি আবারও সামনে এসেছে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটিসহ সম্প্রতি তীব্র ঠান্ডায় তিন শিশুর মৃতু্য হয়েছে। শিবিরগুলোতে হাজার হাজার ফিলিস্তিনি, যারা ইসরায়েলি হামলার কারণে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে এসেছেন, জরাজীর্ণ তাঁবুতে ঠাঁই নিয়েছেন। ঘটাচ্ছে। ইসরায়েল হামাসের বিরুদ্ধে আগের সমঝোতা থেকে সরে আসার অভিযোগ তুলেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামলার পর হামাস গাজায় প্রায় ২৫০ জনকে জিম্মি করে। ইতোমধ্যে ১০০ জনের বেশি জিম্মি মুক্তি পেয়েছেন, তবে এখনও ১০০ বন্দি রয়ে গেছেন বলে ইসরায়েল জানিয়েছে। এক বছরের বেশি সময় ধরে গাজায় ৪৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত ৪৫ হাজার ৩৬১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ৭ হাজার ৮০৩ জন।