ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীকে সমর্থন জানিয়ে উত্তর কোরীয় সেনারা যুদ্ধে অংশ নিয়েছে এমনটাই দাবি করে আসছিল ইউক্রেন এবং তার মিত্র দেশগুলো। কিন্তু এই দাবি কখনো আমলে নেয়নি রাশিয়া। তবে এবার আহত এক উত্তর কোরীয় সেনাকে ইউক্রেন বন্দি করেছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা।
গত ডিসেম্বরে পিয়ংইয়ং ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সমর্থনে সেনা মোতায়েন করার পর উত্তর কোরিয়ার প্রথম যুদ্ধবন্দি হিসেবে এই সেনা সদস্য ধরা পড়ল বলে ধারণা করা হচ্ছে।