বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

টিকটক নিষেধাজ্ঞা স্থগিত করতে মার্কিন সুপ্রিম কোর্টের প্রতি ট্রাম্পের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
  ২৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০
টিকটক নিষেধাজ্ঞা স্থগিত করতে মার্কিন সুপ্রিম কোর্টের প্রতি ট্রাম্পের আহ্বান
টিকটক নিষেধাজ্ঞা স্থগিত করতে মার্কিন সুপ্রিম কোর্টের প্রতি ট্রাম্পের আহ্বান

সামাজিক মাধ্যম টিকটকের ওপর আসন্ন নিষেধাজ্ঞা স্থগিত করতে মার্কিন সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার আদালতে একটি আইনি আবেদন জমা দেন তার আইনজীবী। আবেদনে বলা হয়েছে, ট্রাম্প টিকটক নিষিদ্ধ করার বিরোধিতা করেন। বরং পদ গ্রহণের পর রাজনৈতিক উপায়ে সমস্যার সমাধান করতে চান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

জাতীয় নিরাপত্তা উদ্বেগের কথা বলে টিকটকের চীনা কোম্পানি বাইটড্যান্সকে অ্যাপটি মার্কিন প্রতিষ্ঠানের কাছে বিক্রিতে বাধ্য করতে প্রস্তাব পাস করেছে কংগ্রেস। এর ওপর শুনানি হবে আগামী ১০ জানুয়ারি। আদালত বাইটড্যান্সের পক্ষে রায় না দিলে ট্রাম্পের দায়িত্ব গ্রহণের একদিন আগে ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে পারে অ্যাপটি। মার্কিন কর্মকর্তা ও আইনপ্রণেতারা টিকটক এবং বাইটড্যান্সকে চীনা সরকারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ করেছেন - যা প্রতিষ্ঠানগুলো অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটি ব্যবহারকারী রয়েছে। সিনেটে বিপুল ভোটে পাস হওয়া টিকটক নিষিদ্ধের আইনটি ট্রাম্প কীভাবে বাতিল করবেন তা এখনও স্পষ্ট নয়।

1
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে