বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

ইউক্রেনের হাতে ধরা পড়া উত্তর কোরীয় সেনার মৃতু্য

আন্তর্জাতিক ডেস্ক
  ২৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ইউক্রেনের হাতে ধরা পড়া উত্তর কোরীয় সেনার মৃতু্য

ইউক্রেনীয় বাহিনীর হাতে আটক আহত উত্তর কোরিয়ার সেনাটি মারা গেছেন।শুক্রবার দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএস) জানিয়েছে, ইয়োনহাপ নিউজ এজেন্সি এক প্রতিবেদনে ওই সেনার মৃতু্যর খবর দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

জানা গেছে,এই সেনাই প্রথম উত্তর কোরিয়ার যুদ্ধবন্দি, যাকে পিয়ংইয়ং রাশিয়ার যুদ্ধ সমর্থনের জন্য পাঠানোর পর ইউক্রেনীয় বাহিনী আটক করে। এনআইএস জানিয়েছে, একটি মিত্র গোয়েন্দা সংস্থার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে ওই সেনা 'গুরুতর আঘাতের' কারণে মারা গেছেন। গোয়েন্দা সংস্থা আরও জানিয়েছে, ইউক্রেনীয় বাহিনী ওই সেনাকে আটক করেছে, এমন একটি ছবি টেলিগ্রামে ছড়িয়ে পড়ার পর এটি নিশ্চিত হয়। কিয়েভ এবং সিউল জানিয়েছে, উত্তর কোরিয়া রাশিয়ার সাহায্যের জন্য ১০ হাজারের বেশি সেনা পাঠিয়েছে। তবে মস্কো এবং পিয়ংইয়ং উভয়ই এই সেনাদের উপস্থিতি নিশ্চিত বা অস্বীকার করেনি।

1
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে