বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

অস্ত্রোপচার হবে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক
  ৩০ ডিসেম্বর ২০২৪, ০০:০০
অস্ত্রোপচার হবে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর
অস্ত্রোপচার হবে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অসুস্থ। গত মঙ্গলবার জেরুজালেমের হাদাসাহ হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় জানা গেছে, তার প্রোস্টেট বড় হয়ে গেছে। যেটির প্রভাবে মুত্রনালীর সংক্রমণে ভুগছেন তিনি। এ কারণে রোববার অস্ত্রোপচারের মাধ্যমে তার প্রোস্টেট অপসারণ করার কথা।৭৫ বছর বয়সী নেতানিয়াহুকে গত মার্চেও ছুরি-কাঁচির নিচে যেতে হয়। সেবার তার হার্নিয়ায় অস্ত্রোপচার করা হয়। ওই সময় বেশ কয়েকদিন সরকারি দায়িত্ব পালন থেকে দূরে ছিলেন তিনি।

আর গত বছর তার হৃদপিন্ডে বস্নক ধরা পড়ে। তখন অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীরে পেসমেকার বসানো হয়। এর আগে পানিশূন্যতার কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। ওই সময়ই তার হৃদপিন্ডে বস্নক ধরা পড়ে। তখন তার স্বাস্থ্য নিয়ে জল্পনা শুরু হয়।

1

এরপর গত জানুয়ারিতে একটি মেডিকেল রিপোর্টে বলা হয়, নেতানিয়াহু সম্পূর্ণ সুস্থ আছেন। তার পেসমেকার সঠিকভাবে কাজ করছে এবং তার হৃদপিন্ডে আর কোনো সমস্যা পরিলক্ষিত হচ্ছে না। ২০২৩ সালের ৭ অক্টোবর দখলদার ইসরায়েলে সঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধ শুরু হয়। প্রায় ১৫ মাস ধরে চলা এ যুদ্ধ বন্ধের জন্য বিশ্বের বিভিন্ন দেশ আহ্বান জানাচ্ছে। এছাড়া হামাস যেসব জিম্মিকে গাজায় ধরে নিয়ে গিয়েছিল তাদের পরিবারের সদস্যরাও যুদ্ধবিরতির চুক্তির দাবি জানাচ্ছে। তবে নেতানিয়াহু এসব দাবি উপেক্ষা করছেন। কারণ যদি তিনি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি করেন তাহলে তার জোট সরকার ভেঙে যেতে পারে। এতে প্রধানমন্ত্রিত্ব হারাবেন তিনি।

সূত্র: টাইমস অব ইসরায়েল

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে