বিশ্বব্যাপী প্রতি ৬ শিশুর মধ্যে একজনের বেশি সংঘাতপূর্ণ এলাকায় বাস করে। শনিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। কাতারি সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। ইউনিসেফ-এর এই বিৃবতি এমন সময় এলো যখন গাজা, সুদান ও ইউক্রেনসহ বিশ্বজুড়ে চলমান সংঘাতে শিশুদের জীবন যখন হুমকির মধ্যে রয়েছে। বিশেষ করে গাজায়, যেখানে গত ১৫ মাস ধরে ইসরায়েলি আগ্রাসনে অন্তত ১৭ হাজার ৪৯২ শিশু নিহত হয়েছে। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেছেন, 'সব দিক বিবেচনা করেই, ইউনিসেফের ইতিহাসে চলতি বছরটিকে সংঘাতে আক্রান্ত শিশুদের জন্য খারাপ বছরগুলোর একটি' হিসেবে বর্ণনা করা হয়েছে। আক্রান্ত শিশুদের সংখ্যা ও তাদের জীবনের ওপর প্রভাবের মাত্রা উভয় দিক থেকেই ২০২৪ সাল আগের সব রেকর্ড ভেঙ্গে ফেলেছে। রাসেল বলেন, চলতি বছর একটি শিশুর স্কুলের বাইরে থাকা, অপুষ্টিতে ভোগা কিংবা বাড়ি থেকে জোরপূর্বক বিতারিত হওয়ার মতো ঘটনাগুলো বেশি ঘটেছে। এর মধ্যে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার শিশুরা। এটিকে পরর্বতী প্রজন্মের জন্য হুমকি বলে উলেস্নখ করে তিনি বলেন, বিশ্বের অনিয়ন্ত্রিত যুদ্ধের জন্য আমরা শিশুদের একটি প্রজন্মকে সমান্তরাল ক্ষতি হতে দিতে পারি না।
ইউনিসেফ জানিয়েছে, চলতি বছর সংঘাতপূর্ণ এলাকায় বসবাসকারী শিশুদের অনুপাত দ্বিগুণ হয়ে ১৯ শতাংশে পৌঁছেছে, যার মাত্রা ১৯৯০ এর দশকে ছিল ১০ শতাংশ।