রাশিয়ার ওরিওল অঞ্চলে দূরপালস্নার শাহেদ ড্রোনের একটি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ ডিপোতে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। শনিবার ইউক্রেনীয় সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, এই হামলা রাশিয়ার জন্য ইউক্রেনের বিরুদ্ধে বৃহৎ আকারের ড্রোন হামলা পরিচালনার সক্ষমতা 'গুরুতরভাবে কমিয়ে' দিয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ টেলিগ্রামে জানান, গত বৃহস্পতিবার ইউক্রেনের বিমান বাহিনী এই হামলা চালায়। তারা জানায়, হামলার ফলে শাহেদ কামিকাজে ড্রোনের সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং মেরামতের জন্য ব্যবহৃত সুরক্ষিত কংক্রিট কাঠামোতে একটি ডিপো ধ্বংস হয়ে গেছে। বিবৃতিতে উলেস্নখ করা হয়, এই সামরিক অভিযানে শত্রম্নপেক্ষের বিমান হামলার সক্ষমতা উলেস্নখযোগ্যভাবে কমে গেছে। এটি ইউক্রেনের বেসামরিক অবকাঠামোর ওপর রাশিয়ার ড্রোন হামলা চালানোর ক্ষমতা কমিয়ে দিয়েছে।