বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

দ. কোরিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক
  ৩১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
দ. কোরিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ভয়াবহ দুর্ঘটনার পর দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সব ফ্লাইট বাতিল করা হয়েছে। দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। বিমানবন্দরের ওয়েবসাইটে দেখা গেছে যে, প্রায় সব ফ্লাইটই বাতিল করা হয়েছে।

দেশটির একটি যাত্রীবাহী পেস্নন বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত প্রায় ১৭৯ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার পর পেস্ননটি থেকে দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। পেস্ননটিতে দুর্ঘটনার সময় ১৮১ জন আরোহী ছিল। ধারণা করা হচ্ছে ওই দুজন ছাড়া বাকি সবাই নিহত হয়েছে।

1

স্থানীয় সময় সকাল ৯টা ৭ মিনিটে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ওই দুর্ঘটনা ঘটে। বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের একটি দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে বিমানটি বিধ্বস্ত হয়। এসময় বিমানটিতে মোট ১৭৫ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিল।

ধারণা করা হচ্ছে, দক্ষিণ কোরিয়ার মাটিতে এটাই সবচেয়ে মারাত্মক পেস্নন দুর্ঘটনা। এর আগে দেশটিতে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল ২০০২ সালে। সে সময় এয়ার চায়নার একটি পেস্নন বিধ্বস্ত হয়ে ১২৯ জন নিহত হয়।

যাত্রীদের মধ্যে ১৭৩ জন দক্ষিণ কোরিয়ার আর দুজন থাইল্যান্ডের নাগরিক। এক দমকল কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, দুর্ঘটনার পর দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে উদ্ধার অভিযান এখনও চলছে বলে জানানো হয়েছে। পেস্ননটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ফিরছিল। এটি রানওয়েতে অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে