কানাডার নোভা স্কোশিয়ার হ্যালিফ্যাক্স স্ট্যানফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজ অবতরণের সময় আগুন লাগার ঘটনা ঘঠেছে। এয়ার কানাডা এক্সপ্রেসের শনিবার রাতের ফ্লাইটটি 'সন্দেহজনক ল্যান্ডিং গিয়ার সমস্যা' সম্মুখীন হয় বলে মনে করা হচ্ছে। উড়োজাহাজটি ৭৩ জন যাত্রী নিয়ে নিউফাউন্ডল্যান্ড থেকে এসেছিল। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ওই ফ্লাইটে থাকা যাত্রীদের একজন, নিকি ভ্যালেন্টাইন; জানিয়েছেন, বিমানটি অবতরণের সময় দুলতে থাকে এবং বিমানের বাম পাশে আগুন দেখতে পান।