ইসরাইলি বাহিনী গাজার উত্তরের বেইত হানুন শহরে নতুন করে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। রোববার স্থানীয়রা জানিয়েছেন, এলাকাটি থেকে হামাসের রকেট নিক্ষেপের অভিযোগে এই নির্দেশ দেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। গাজার উত্তরাঞ্চলে সপ্তাহব্যাপী অভিযানের অংশ হিসেবে এই নির্দেশ দেওয়া হয়েছে। এতে নতুন করে মানুষ বাস্তুচু্যত হলেও কতজন ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ইসরাইলি সেনাবাহিনীর দাবি, গাজার উত্তরাঞ্চলে প্রায় তিন মাস ধরে চলমান এই অভিযান হামাসের পুনরায় সংগঠিত হওয়া প্রতিরোধের জন্য। তাদের ভাষ্যমতে, বেসামরিকদের সরিয়ে নেওয়ার নির্দেশ তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য।
জাতিসংঘ ও ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, গাজায় কোনও স্থানই নিরাপদ নয়। এই ধরনের সরিয়ে নেওয়ার নির্দেশ মানবিক সংকট আরও তীব্র করছে। ইতোমধ্যে বেইত হানুন, জাবালিয়া ও বেইত লাহিয়ার আশপাশের বেশিরভাগ অঞ্চল মানুষশূন্য হয়ে গেছে এবং এলাকাগুলো ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ধারণা করা হচ্ছে, যুদ্ধের পর এই এলাকাগুলোকে 'বাফার জোন' হিসেবে ব্যবহার করতে চায় ইসরায়েল।