সোমবার, ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২
ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি

হামাস জিম্মি ফেরত না দিলে মধ্যপ্রাচ্যে আগুন লেগে যাবে

আন্তর্জাতিক ডেস্ক
  ০৯ জানুয়ারি ২০২৫, ০০:০০
হামাস জিম্মি ফেরত না দিলে মধ্যপ্রাচ্যে আগুন লেগে যাবে

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ২০ জানুয়ারির মধ্যে যদি হামাস ইসরাইলি জিম্মিদের মুক্তি না দেয়, তবে মধ্যপ্রাচ্যে নরকের আগুন লেগে যাবে। মঙ্গলবার তিনি এই হুঁশিয়ারি দেন। স্কাই নিউজ অস্ট্রেলিয়া এ খবর জানিয়েছে।

ফ্লোরিডার মার-এ-লাগোতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, সবকিছু এলোমেলো হয়ে যাবে। যদি এই জিম্মিদের ফিরিয়ে না দেওয়া হয়, আমি তোমাদের আলোচনা ক্ষতিগ্রস্ত করতে চাই না, কিন্তু ২০ জানুয়ারি আমি দায়িত্বগ্রহণ কারার পরও যদি তারা জিম্মিদের ফেরত না দেয়, তবে পুরো মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা দেখা দেবে। হামাসের হাতে আটকে থাকা মার্কিন জিম্মিদের মুক্তি বিষয়ে আলোচনা নিয়ে এক প্রশ্নের উত্তরে ট্রাম্প এই মন্তব্য করেন। তার বিশেষ প্রতিনিধি স্টিভেন চার্লস উইটকফ সম্প্রতি মধ্যপ্রাচ্য সফর করে ফিরেছেন। তিনি সাংবাদিকদের জানান, আলোচনা ইতোমধ্যে বেশ এগিয়ে গেছে। উইটকফ বলেন, আমরা বিশ্বাস করি, আমরা শিগগিরই সফল হবো। আমি এই মুহূর্তে কোনও নেতিবাচক কিছু বলতে চাই না, তবে আমি মনে করি প্রেসিডেন্টের মর্যাদা এবং তার দৃঢ় অবস্থানই এই আলোচনা এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, আমরা অনেক অগ্রগতি অর্জন করেছি এবং আমি আশাবাদী যে, ২০ জানুয়ারির মধ্যে আমরা প্রেসিডেন্টের পক্ষে কিছু ভালো খবর নিয়ে আসতে পারব। ট্রাম্প হামাসকে সতর্ক করে দিয়ে বলেন, এটা হামাসের জন্য ভালো হবে না এবং কারোর জন্যই ভালো হবে না। যদি জিম্মিরা ফেরত না আসে, তবে ২০ জানুয়ারির আগেই মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে। এ সময় ট্রাম্প আরও বলেন, তাদের দীর্ঘদিন আগে জিম্মিদের ফিরিয়ে দেওয়ার কথা ছিল্তএটা কখনোই ঘটতে পারতো না। ৭ অক্টোবরের হামলা তো হয়েছিল, সেটা কেউ ভুলে গেছে। অনেক মানুষ নিহত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে