সোমবার, ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ঘুষ মামলায় সাজা ঘোষণা স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  ১০ জানুয়ারি ২০২৫, ০০:০০
ঘুষ মামলায় সাজা ঘোষণা স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কের পর্ন তারকাকে মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার ফৌজদারি মামলার কার্যক্রম স্থগিত রাখার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। বুধবার প্রকাশিত এই আবেদনের মাধ্যমে সাজা ঘোষণার দুদিন আগে আদালতের নির্দেশনা চাইলেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। গত মে মাসে ট্রাম্প ৩৪টি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হন। অভিযোগ ছিল, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সম্ভাব্য রাজনৈতিক ক্ষতি এড়াতে একটি সম্পর্কের কথা গোপন রাখতে ব্যবসায়িক নথি জাল করেছিলেন। গত সপ্তাহে বিচারক জুয়ান মারচান ট্রাম্পের সাজা ঘোষণার জন্য আগামী শুক্রবার দিন নির্ধারণ করেন। যা তার দায়িত্ব গ্রহণের মাত্র ১০ দিন আগে। সুপ্রিম কোর্টে করা আবেদনে ট্রাম্পের আইনজীবীরা সাজা ঘোষণার বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়েছেন। তারা বলেছেন, এটি প্রেসিডেন্সি ও ফেডারেল সরকারের কার্যক্রমের প্রতি গুরুতর ক্ষতি ও অন্যায় প্রতিরোধে প্রয়োজনীয়।

এই স্থগিতাদেশ ট্রাম্পের চলমান আপিল প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সময় দেবে। সুপ্রিম কোর্ট প্রসিকিউটরদের বৃহস্পতিবারের মধ্যে এ বিষয়ে প্রতিক্রিয়া জানানোর নির্দেশ দিয়েছে। ট্রাম্পের আইনজীবীরা যুক্তি দিয়েছেন যে, গত বছরের সুপ্রিম কোর্টের রায় প্রেসিডেন্টদের ফৌজদারি মামলায় ব্যাপক সুরক্ষা দেয়। ফলে কিছু প্রমাণ এই মামলায় অন্তর্ভুক্ত হওয়া উচিত ছিল না। এর আগে দুটি নিম্ন আদালত ট্রাম্পের শাস্তি স্থগিতের আবেদন নাকচ করে। ট্রাম্পের বিরুদ্ধে এটি ছিল প্রথম ফৌজদারি মামলা যেখানে একজন সাবেক প্রেসিডেন্ট দোষী সাব্যস্ত হন। তবে নির্বাচনে বিজয়ের পর ফেডারেল মামলাগুলোর কার্যক্রম থমকে যায়। কারণ ফেডারেল আইন অনুযায়ী বর্তমান প্রেসিডেন্টদের বিরুদ্ধে মামলা চালানো যায় না। নিউ ইয়র্কের মামলার ক্ষেত্রে বিচারক মারচান ইঙ্গিত দিয়েছেন যে, কারাদন্ড না হলেও ট্রাম্পকে সাজা দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে