বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২
৪০ বছরের মধ্যে প্রথমবারের মতো স্থান পরিবর্তন

শীতের বাগড়ায় ট্রাম্পের অভিষেক হবে ইনডোরে

আন্তর্জাতিক ডেস্ক
  ১৯ জানুয়ারি ২০২৫, ০০:০০
শীতের বাগড়ায় ট্রাম্পের অভিষেক হবে ইনডোরে
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনের ভেতরে হবে অভিষেক অনুষ্ঠান

পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান ঠান্ডা আবহাওয়ার কারণে এবার ইনডোরে আয়োজন করা হবে। সোমবার যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনের ভেতর এই অনুষ্ঠান হবে। গত ৪০ বছরে প্রথমবারের মতো কোনও প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে এমন পরিবর্তন ঘটেছে। শুক্রবার ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পস্ন্যাটফর্ম ট্রম্নথ সোশ্যাল-এ লিখেছেন, দেশজুড়ে আর্কটিক শীতপ্রবাহ চলছে। আমি চাই না কেউ আঘাতপ্রাপ্ত বা আহত হোক। তিনি আরও বলেন, তাই, আমি অভিষেক ভাষণ, প্রার্থনা ও অন্যান্য বক্তৃতাগুলো যুক্তরাষ্ট্র ক্যাপিটল রোটুন্ডায় আয়োজনের নির্দেশ দিয়েছি। সর্বশেষ ১৯৮৫ সালে এমন ঠান্ডার কারণে রিপাবলিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের দ্বিতীয় শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন ঘরের ভেতরে করতে হয়েছিল। তখন তাপমাত্রা মাইনাস ২৩ থেকে মাইনাস ২৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গিয়েছিল।

সোমবার ওয়াশিংটনের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শপথ গ্রহণের সময় তাপমাত্রা ১৯ ডিগ্রি ফারেনহাইট (মাইনাস ৭ ডিগ্রি সেলসিয়াস) হবে। তবে ঠান্ডা বাতাসের কারণে এটি আরও কম অনুভূত হতে পারে। ট্রাম্প জানিয়েছেন, সমর্থকেরা ওয়াশিংটনের ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় স্ক্রিনে অনুষ্ঠান দেখতে পারবেন। এ জায়গাটি ২০ হাজার দর্শক ধারণ করতে পারে।

এর পাশাপাশি, অভিষেক কুচকাওয়াজও ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় স্থানান্তর করা হবে। তবে একটি স্পোর্টস কমপেস্নক্সের ভেতরে কুচকাওয়াজ কীভাবে আয়োজন করা হবে, তা স্পষ্ট নয়। ট্রাম্প আরও জানান, শপথ গ্রহণের পর তিনি ভেনু্যতে উপস্থিত হয়ে সমর্থকদের সঙ্গে যোগ দেবেন।

এই আয়োজনের কারণে, ২০১৭ সালের অভিষেক অনুষ্ঠানের মতো এবার আর ভিড়ের তুলনা সম্ভব হবে না। ট্রাম্পের প্রথম অভিষেক অনুষ্ঠানে উপস্থিত মানুষের সংখ্যা নিয়ে বিতর্ক হয়েছিল। এবার পরিকল্পনা বদলের ফলে প্রায় ২ লাখ ২০ হাজার টিকিটধারী অতিথি এবং ২ লাখ ৫০ হাজার সাধারণ মানুষ জাতীয় মলে অনুষ্ঠান দেখার সুযোগ হারাবেন। মার্কিন ইতিহাসে শীতকালীন অভিষেক অনুষ্ঠানের অনেক দৃষ্টান্ত রয়েছে। ২০০৯ সালে বারাক ওবামার প্রথম শপথ অনুষ্ঠানের সময় তাপমাত্রা ২৯ ডিগ্রি ফারেনহাইটে নেমেছিল। ১৮৪১ সালে প্রেসিডেন্ট উইলিয়াম হেনরি হ্যারিসনের দীর্ঘ ভাষণ শীতল আবহাওয়ায় হয়েছিল, যা পরবর্তীতে তার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃতু্যর অন্যতম কারণ হিসেবে ধরা হয়। তাপমাত্রা ও শীতকালীন পরিস্থিতি বিবেচনায় এবারের অভিষেক অনুষ্ঠানে নিরাপত্তা পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন সিক্রেট সার্ভিসের মুখপাত্র।

সূত্র: রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে