বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

শেষ সময়ে আরও আড়াই হাজার অপরাধীর সাজা কমালেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
  ১৯ জানুয়ারি ২০২৫, ০০:০০
শেষ সময়ে আরও আড়াই হাজার অপরাধীর সাজা কমালেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে যাচ্ছেন জো বাইডেন। আগামীকাল তার স্থলাভিষিক্ত হবেন ডোনাল্ড ট্রাম্প। তবে বিদায় নেওয়ার আগে অন্যান্য পদক্ষেপের পাশাপাশি অনেক অপরাধীকে ক্ষমা ও সাজা কমিয়ে দিয়েছেন বাইডেন। এরই অংশ হিসেবে এবার আরও দুই হাজার পাঁচশ জনের সাজা কমিয়ে দিয়েছেন বাইডেন। যা এক দিনে মার্কিন ইতিহাসে এই প্রথম। তিনি এটিকে ভুল সংশোধন, শাস্তির বৈষম্য সংশোধন এবং যোগ্য ব্যক্তিদের তাদের পরিবারে ফিরে যাওয়ার সুযোগ প্রদানের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেছে।

বাইডেন বলেন, এই পদক্ষেপের মাধ্যমে অতীতে যে কোনো প্রেসিডেন্টের তুলনায় আমি এখন আরও অনেক বেশি ব্যক্তিকে ক্ষমা ও সাজা কমিয়ে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে তিনি আরও মানুষকে ক্ষমা বা সাজা কমিয়ে দিতে পারেন বলেও উলেস্নখ করেছেন। গত মাসে বাইডেন এক হাজার পাঁচশত মানুষের সাজা কমিয়ে দেন ও ৩৯ জনকে ক্ষমা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে