রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

গাজায় যুদ্ধবিরতির পর উভয় সংকটে ইসরাইলি প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
  ২৫ জানুয়ারি ২০২৫, ০০:০০
গাজায় যুদ্ধবিরতির পর উভয় সংকটে ইসরাইলি প্রধানমন্ত্রী
বেঞ্জামিন নেতানিয়াহু

গাজায় যুদ্ধবিরতির পর আক্ষরিক অর্থেই 'উভয় সংকটে' পড়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরাইলের সবচেয়ে বিশ্বস্ত মিত্র যুক্তরাষ্ট্র এবং নিজের নেতৃত্বাধীন জোট সরকার উভয়ের মধ্যে সমন্বয় করতে গিয়ে প্রায় নাজেহাল অবস্থায় আছেন তিনি।

\হকেননা একদিকে বিরতির ধারাবাহিকতা রক্ষার জন্য যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন থেকে ব্যাপক চাপ রয়েছে তার ওপর, অন্যদিকে তার নেতৃত্বাধীন জোট সরকারের একাধিক কট্টরপন্থি শরিক দল পরিষ্কার জানিয়ে দিয়েছেন, গাজায় ফের সামরিক অভিযান শুরু না হলে সরকার থেকে সরে যাবেন তারা। ইতোমধ্যে দেশটি পুলিশ বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গিভির তার রাজনৈতিক দল জিউইশ পাওয়ার পার্টিসহ সরে গেছেন জোট সরকার থেকে। গত ১৯ জানুয়ারি বিরতির প্রথম দিনই সরকার থেকে বিদায় নিয়েছেন বেন-গিভির। আর দেশটির অপর কট্টরপন্থি নেতা ও বর্তমান সরকারের অর্থমন্ত্রী বেজালের স্মোতরিচ জানিয়েছেন, বিরতির প্রথম পর্যায় শেষ হওয়ার পর যদি গাজায় সামরিক অভিযান শুরু না হয়, তাহলে তিনিও তার দলসহ জোট ছেড়ে দেবেন।

যুদ্ধবিরতির প্রথম দিন ১৯ জানুয়ারি ইসরাইলের সম্প্রচার সংবাদমাধ্যম চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে স্মোতরিচ বলেন, "আমাদের এখন সম্পূর্ণ ভিন্ন স্টাইলে এগোনো উচিত। আমাদের এখন প্রয়োজন গাজা দখল করা, অস্থায়ী ভিত্তিতে হলেও সেখানে সামরিক আইন জারি করা, ফিলিস্তিনিদের অন্য কোনো দেশে স্থানান্তর হওয়ার জন্য উৎসাহিত করা এবং সর্বোপরি নিজেদের বিজয় নিশ্চিত করা।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে