যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই মেক্সিকোর বিষয়ে নজিরবিহীন কঠোর নীতি গ্রহণ করেছেন। মেক্সিকোর অপরাধচক্রগুলোকে বিদেশি সন্ত্রাসী সংগঠন (এফটিও) হিসেবে চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করার পাশাপাশি তিনি দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং অভিবাসন নীতিতে কঠোর পরিবর্তন এনেছেন। ট্রাম্প প্রশাসন এরই মধ্যে মেক্সিকোর সঙ্গে যুক্ত অভিবাসন ও বাণিজ্যিক সম্পর্ক পুনর্মূল্যায়নের নির্দেশ দিয়েছে। মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে 'গালফ অব আমেরিকা' রাখার কথাও উলেস্নখ করেছেন তিনি। মেক্সিকোর অপরাধচক্রগুলোকে এফটিও হিসেবে ঘোষণা করার এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের জন্য একেবারেই নতুন। রিপাবলিকানদের মতে, মেক্সিকো থেকে ফেন্টানাইল পাচারের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বহু মানুষের মৃতু্য ঘটেছে। তবে এই ঘোষণা বাস্তবায়িত হলে মেক্সিকোতে ব্যবসা ও অভিবাসন কার্যক্রমে নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে। ট্রাম্প প্রশাসনের নির্দেশে দক্ষিণ সীমান্ত দিয়ে অভিবাসীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করা হয়েছে সিবিপি ওয়ান নামে একটি অ্যাপ, যা আশ্রয়প্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য ব্যবহৃত হতো।