রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

দুই শীর্ষ তালেবান নেতার বিরুদ্ধে গ্রেপ্তার আবেদন জানাবে আইসিসি

আফগানিস্তানে নারী ও মেয়ে শিশুদের ওপর নির্যাতন
আন্তর্জাতিক ডেস্ক
  ২৫ জানুয়ারি ২০২৫, ০০:০০
দুই শীর্ষ তালেবান নেতার বিরুদ্ধে গ্রেপ্তার আবেদন জানাবে আইসিসি
দুই শীর্ষ তালেবান নেতার বিরুদ্ধে গ্রেপ্তার আবেদন জানাবে আইসিসি

আফগানিস্তানে নারী ও মেয়ে শিশুদের ওপর নির্যাতনের জন্য ক্ষমতাসীন তালেবান সরকারের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করবেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) শীর্ষ কৌঁসুলি করিম খান। তার দাবি, লিঙ্গ বৈষম্যের মাধ্যমে তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুলস্নাহ আখুন্দজাদা ও প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানি মানবতাবিরোধী অপরাধ করেছেন- এমনটা ভাবার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের জন্য দায়ীদের বিরুদ্ধে তদন্ত করে বিচারের আওতায় আনে আইসিসি। বিশেষ করে স্থানীয় কর্তৃপক্ষ যখন বিষয়টি নিয়ে মামলা করতে পারে না বা হস্তক্ষেপ করে না তখন পদক্ষেপ নেয় আইসিসি। এখন আইসিসির বিচারকরা সিদ্ধান্ত নেবেন যে, তারা ওই দুই তালেবান নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করবেন কি না। এক বিবৃতিতে করিম খান বলেছেন, আফগানিস্তানে হত্যা, কারাদন্ড, নির্যাতন, ধর্ষণসহ অন্যান্য যৌন সহিংসতা, জোরপূর্বক গুম ও আরও অমানবিক কর্মকান্ডের মাধ্যমে তালেবান সরকারের বিরোধিতা নির্মমভাবে দমন করা হচ্ছে। আর আফগান মেয়ে ও নারীদের ওপর নির্যাতনের জন্য সংগঠনটি অপরাধমূলকভাবে দায়ী। ২০২১ সালের ১৫ আগস্ট থেকে আফগানিস্তানজুড়ে এই নির্যাতন চালানো হয়েছে। আখুন্দজাদা ২০১৬ সালে তালেবানের সর্বোচ্চ কমান্ডার হন ও বর্তমানে তিনি আফগানিস্তানের শীর্ষ নেতা। ১৯৮০ এর দশকে তিনি আফগানিস্তানে সোভিয়েত সামরিক অভিযানের বিরুদ্ধে লড়াই করা ইসলামপন্থি গোষ্ঠীগুলোতে অন্তর্ভুক্ত হন। অন্যদিকে, তালেবান প্রতিষ্ঠাতা মোলস্না ওমরের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বিচারপদতি হাকিম হাক্কানি। তিনি ২০২০ সালে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময় তালেবানের পক্ষে আলোচকের দায়িত্ব পালন করেছিলেন। আইসিসির প্রসিকিউটরের কার্যালয় বিবিসিকে জানিয়েছে, তালেবান কর্তৃপক্ষের সহযোগিতার অভাবসহ বিভিন্ন বিষয় তদন্তের গতি কমিয়ে দিয়েছে। তাছাড়া শাসকগোষ্ঠীর ভয়ে তদন্তের জন্য গুরুত্বপূর্ণ তথ্যধারী ব্যক্তিরা প্রায়ই এগিয়ে আসতে অনিচ্ছুক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে